ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ম্যানইউকে হারিয়ে ফাইনালে ম্যানসিটি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২, ৭ জানুয়ারি ২০২১

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইএফএল কাপের ফাইনাল নিশ্চিত করেছে টানা তিনবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আগামী ২৫ এপ্রিলের ফাইনালে টটেনহাম হটস্পারের মুখোমুখি হবে পেপ গার্দিওলার শিষ্যরা।

বুধাবার রাতে ওল ট্রাফোর্ডে ইউনাইটেডকে ২-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। দলের হয়ে গোল দুটি করেন জন স্টোনস ও ফার্নান্দিনহো।

প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি। যদিও উভয় দলই গোলের সুযোগ হাতছাড়া করে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় সিটি। 

ফিল ফোডেনের ফ্রি কিক থেকে পাওয়া বল ডি বক্সে পেয়ে গোলের সূচনা করেন স্টোনস। ২০১৭ সালের পর ক্লাব ফুটবলে গোলের দেখা পেলেন এই ইংলিশ ডিফেন্ডার।

ম্যাচের ৮৩ মিনিটে ব্যবধান দিগুণ করে সিটি। স্বাগতিকরা কর্নার ঠিকমত ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পান ফার্নান্দিনহো। দুর্দান্ত ভলিতে ইউনাইটেডের জালে বল জড়িয়ে দেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার।

এ নিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে যায় সিটি। এর মধ্যে তিনবারই ট্রফি জয় করে তারা। গত আসরেও দুই লেগ মিলে উলে গুনার সুলশারের দলকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল তারা।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি