ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে উচ্ছ্বসিত টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ১০ জানুয়ারি ২০২১ | আপডেট: ২০:৩৯, ১০ জানুয়ারি ২০২১

নাজমুল হোসাইন শান্ত ও লিটন দাস

নাজমুল হোসাইন শান্ত ও লিটন দাস

সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে আজ রোববার থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন পর্ব শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুতি শুরু করতে পেরে উচ্ছ্বসিত টাইগাররা।

চলতি মাসের মাঝামাঝি থেকে উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। 

করোনার প্রার্দুভাব বেড়ে যাবার আগে গত ফেব্রুয়ারি-মার্চে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। তাই দীর্ঘ বিরতির পর এই সিরিজ হবে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

আজ দলের অনুশীলনের পর ব্যাটসম্যান নাজমুল হোসাইন শান্ত বলেন, ‘আমরা অনেক উচ্ছ্বসিত। দীর্ঘ বিরতির পর আমরা জাতীয় দল একত্রে ক্যাম্প করছি। এখানে আজ দারুণ অনুশীলন সেশন হলো। আমরা অনেক উপভোগ করেছি। যদিও আমরা সম্প্রতি টুর্নামেন্টে একত্রে ছিলাম। কিন্তু জাতীয় দলের ড্রেসিংরুমে একত্রে থাকার অনুভূতিটাই আলাদা।’

তবে আসন্ন সিরিজটি বেশ ঝুঁকির মধ্যে থাকছে। কারণ দু’টি টেস্টই আইসিসি বিশ্বকাপ টেস্ট চ্যাম্পিয়নশীপের অর্ন্তভুক্ত। যদিও করোনা আতঙ্কে ও ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ দলের সেরা ১২ জন খেলোয়াড় এই সফরে আসেনি। তাই ওয়েস্ট ইন্ডিজ দল দুর্বল হয়ে যাওয়ায় বাংলাদেশের জয়ের সুযোগ তৈরি হয়েছে।

আইসিসি বিশ্বকাপ টেস্ট চ্যাম্পিয়নশীপে এখনও পয়েন্টের দেখা পায়নি বাংলাদেশ। তাই প্রথমবারের মতো পয়েন্ট সংগ্রহ করার ভালো সুযোগ থাকছে টাইগারদের। যে কারণে স্বাভাবিকভাবেই চাপও বেড়েছে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজও ‘আইসিসি বিশ্বকাপ সুপার লিগের’ অংশ। সিরিজটির গুরুত্ব অনেক বেশি। কারণ ভারতে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ঝুলিতে পয়েন্ট সংগ্রহ করতে হবে। র‌্যাংকিংয়ের ৮ম স্থানে থাকলেই পরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ। নয়তো বাছাই পর্ব খেলতে হবে তাদের। তাই কাগজে-কলমে ওয়েস্ট ইন্ডিজ দল খর্বশক্তির দল হলেও, সিরিজের গুরুত্ব অনেক বেশি।

সিরিজে সুযোগ সর্ম্পকে অনেক বেশি আত্মবিশ্বাসী বাংলাদেশের খেলোয়াড়রা। তারা জানে সিরিজটি কিভাবে তাদের উপকার করতে পারে। শান্ত বলেন, ‘আমি মনে করি, আমাদের প্রস্তুতি ভালো। যদিও আমরা এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাচ্ছি। ইতোমধ্যে আমরা বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ খেলেছি। তাই আমাদের প্রস্তুতি ভালো হয়েছে এবং আমরা এটি নিয়ে আমাদের মধ্যে আলোচনা করেছি।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যান আরও বলেন, ‘আমরা নিজেদের মধ্যেই দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবো। যদি আমরা ঐ দু’টি ম্যাচে ভালো খেলতে পারি, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের কোনও সমস্যা হবে না বলেই মনে করি।’

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি