ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

পিএসজির অনুশীলনে ফিরলেন নেইমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ১২ জানুয়ারি ২০২১

ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মার্শেইর বিপক্ষে ম্যাচের দু’দিন আগে প্যারিস সেইন্ট-জার্মেইর (পিএসজি) অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ক্লাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

২৮ বছর বয়সী নেইমার গত মাসে লিঁওর বিপক্ষে লিগ ওয়ানে ঘরের মাঠে প্রতিপক্ষ ডিফেন্ডার থিয়াগো মেন্ডেসের কঠিন চ্যালেঞ্জে গোঁড়ালির ইনজুরি পড়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তারপর থেকেই নেইমার বিশ্রামে ছিলেন।

এদিকে নেইমার ছাড়াও ইনজুরি কাটিয়ে দলের অনুশীলনে ফিরেছেন ডিফেন্ডার প্রিসনেল কিমপেম্বে। গত সপ্তাহে লিলির সাথে গোলশুন্য ড্রয়ের ম্যাচে কিমপেম্বেও থাইয়ের ইনজুরিতে পড়েছিলেন।

যদিও মার্শেইর বিপক্ষে আগামীকালের ম্যাচে এই দুজনের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। গত মৌসুমে পিএসজির পর দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছিল মার্শেই। শনিবার লিগ ওয়ানে ব্রেস্টকে ৩-০ গোলে পরাজিত করার পর নতুন কোচ মরিসিও পোচেত্তিনো বলেছিলেন নেইমারের দলভূক্তির বিষয়ে তিনি এখনও কোনও সিদ্ধান্ত নেননি। তবে আগামী শনিবার এ্যাঞ্জার্সের বিপক্ষে লিগ ম্যাচে নেইমার ও কিমপেম্বের ফেরার আশা করা হচ্ছে। বর্তমানে লিগ টেবিলের শীর্ষে থাকা লিঁওর থেকে এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পিএসজি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি