ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলে টি-২০ ক্রিকেট মাতালেন জাতীয় দলের ক্রিকেটাররা

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৫, ১২ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বিজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’-এ স্বাগতিকদের হারিয়ে এস এম সুলতান ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে খেলা শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেয়া হয়।

খেলায় টস জিতে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ এস এম সুলতান ক্রিকেট একাদশকে ব্যাট করতে পাঠায়। ব্যাট করতে নেমে এস এম সুলতান ক্রিকেট একাদশ ৬ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে। জবাবে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ক্রিকেট একাদশ ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রান তুলতে সক্ষম হয়। ফলে এস এম সুলতান ক্রিকেট একাদশ ৮ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।

মোহাম্মদ আশরাফুল ও আবু হায়দার রনিসহ জাতীয় ক্রিকেট দলের বর্তমান ও সাবেক কয়েকজন খেলোয়াড় অংশগ্রহণে ফাইনাল খেলাটি দারুণ উত্তেজনা ছড়ায়। প্রচুর দর্শক মাঠে উপস্থিত হয়ে উপভোগ করেন ম্যাচটি।

খেলা শেষে ভিডিও কনফারেন্সে কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। তিনি এসময় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামকে আধুনিকায়ন করা হবে বলেও ঘোষণা দেন।

সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- পুলিশের ডিআইজি শেখ নাজমুল আলম বিপিএম (বার) ও পিপিএম (বার), স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মোহাম্মদ আমান হাসান এনডিইউ, টুর্নামেন্টের ব্যবস্থাপক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমপি, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, অধ্যক্ষ রওশন আলী, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে গোলাম মোস্তফা কামাল প্রমুখ।

প্রসঙ্গত, টুর্নামেন্টে পাঁচটি দল অংশগ্রহণ করে। গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি খেলার উদ্বোধন করেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি