ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ফেরাটা স্মরণীয় করে রাখতে চান সাইফুদ্দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০১, ১৩ জানুয়ারি ২০২১ | আপডেট: ০০:০৩, ১৩ জানুয়ারি ২০২১

অনুশীলনে হাসান মাহমুদের সঙ্গে সাইফুদ্দিন

অনুশীলনে হাসান মাহমুদের সঙ্গে সাইফুদ্দিন

বাংলাদেশের হয়ে অভিষেকের পর থেকে ইনজুরি সঙ্গী হয়ে গেছে মোহাম্মদ সাইফুদ্দিনের। সর্বশেষ লিগামেন্টের ইনজুরিতে পড়েন তিনি। তবে সেরে ওঠায় আবারো জাতীয় দলে জন্য বিবেচিত হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজে নিজেদের সেরাটা দিয়েই মাঠে ফেরাকে স্মরণীয় করে রাখতে চান টাইগার এই পেস বোলিং অলরাউন্ডার।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অনুশীলনে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন সাইফুদ্দিন। তবে টুর্নামেন্টের মাঝপথে সুস্থ হয়ে মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে কয়েকটি ম্যাচ খেলেন তিনি।

আজ সাইফুদ্দিন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে আমি সুস্থ হয়ে উঠতে পারি কি-না, তা নিয়ে আমি চিন্তিত ছিলাম। কিন্তু এখন সবকিছু ঠিক আছে।’ তিনি আরও বলেন, ‘ফিজিও বায়েজিদ আমাকে অনেক সহায়তা করেছে। আরেকজন ফিজিও, শাওনও আমাকে অনেক সহায়তা করে। আমি ফিট হওয়ার সর্বাত্মক চেষ্টা করেছি। এখন সবকিছুই ভালো আছে।’

ঘরের মাঠে খেলা সিরিজ হওয়া ভালো করতে মুখিয়ে আছেন সাইফুদ্দিন। এই সিরিজ দিয়ে করোনা কারনে দীর্ঘ বিরতির পর আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, ‘আমরা এক পর্যায়ে ঘরে আবদ্ধ ছিলাম এবং পরবর্তীতে ঘরোয়া ক্রিকেট খেলতে মাঠে ফিরে আসি। এখন আমরা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুতি নিচ্ছি। দেশের হয়ে খেলাটা সব সময়ই গর্বের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাকিব আল হাসান ফিরছেন। সিরিজের আগে এটি দারুন এক অনুভূতি। যেহেতু সিরিজটি ঘরের মাঠে হচ্ছে, এটি আমাদের জন্য বড় অনুপ্রেরণা।’

সাইফুদ্দিন জানান, বিসিবির প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে বোলাররা দারুন ছন্দে আছেন, এই অবস্থায় যে কোনও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তিনি বলেন, ‘গত তিন দিনে ব্যাটিং-বোলিং এবং ফিল্ডিং-এ আমাদের কঠোর অনুশীলন হয়েছে এবং শেষ দু’টি টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপ এবং বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে পেসাররা দুর্দান্ত পারফরম্যান্স করেছে। তাই আমি মনে করি, জাতীয় দলে জায়গা পেতে হলে কঠোর প্রতিযোগিতা থাকবে।’

সাইফুদ্দিন আরও বলেন, ‘এজন্য আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করছি। এখন পর্যন্ত সকল অনুশীলন সেশন দারুন উপভোগ করছি। আমরা অনুশীলনের পর্যাপ্ত সুযোগ ও দু’টি অনুশীলন ম্যাচের সুযোগও পাবো। তাই আমি মনে করি, সিরিজকে সামনে রেখে আমাদের ভালো প্রস্তুতি থাকবে।’

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি