ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দাদি হারালেন সাকিব আল হাসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১, ১৪ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

বছরের শুরুতে দিয়ে ছিলেন নতুন অতিথির খবর। তার কিছুদিন আগে হারিয়েছেন শশুরকে। এবার দেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান তার দাদি হারালেন। বুধবার (১৩ জানুয়ারি) রাত দশটার দিকে মাগুরা শহরের কেশব মোড়ে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮৭ বছর। সাকিব আল হাসান দাদির নাম রেবেকা নাহার। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত রেবেকা নাহারের আরেক নাতী (মেয়ের ছেলে) জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদি হাসান উজ্জ্বল এ খবর নিশ্চিত করেন। উজ্জ্বল জানান, দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। সবশেষ মঙ্গলবার ঢাকার নিউরো সাইন্স হাসপাতাল থেকে মাগুরায় আনা হয় তাকে।

রেবেকা নাহার দুই ছেলে ও তিন মেয়ের জননী। তিনি নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাদের মধ্যে সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে খেলছেন। আর মেয়ের ছেলে মেহেদি হাসান উজ্জ্বল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি