ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ওয়ানডে দল ঘোষণা, বাদ পড়লেন যারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৯, ১৬ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে নতুন ৩ জন ডাক পেলেও সর্বশেষ স্কোয়াড থেকে বাদ পড়তে হয়েছে কয়েকজনকে।

বাংলাদেশ দল সর্বশেষ ওয়ানডে খেলেছিল গত মার্চে। জিম্বাবুয়ের বিপক্ষে সেই হোম সিরিজের দল থেকে বাদ পড়েছেন ৪ জন। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের সেই স্কোয়াডটি ছিল অবশ্য ১৫ সদস্যের। এবার ১৮ সদস্যের স্কোয়াডেও জায়গা পাননি জিম্বাবুয়ে সিরিজের দলে থাকা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ওপেনার নাঈম শেখ, পেসার আল আমিন হোসেন ও শফিউল ইসলাম। প্রসঙ্গত, জিম্বাবুয়ে সিরিজ দিয়েই অধিনায়কত্বকে বিদায় জানান মাশরাফি।

মোহাম্মদ নাঈম, আল আমিন অবশ্য বাদ পড়ার ‘স্বাদ’ পেয়েছেন দুইভাবে। এই দুই ক্রিকেটারই ছিলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ঘোষিত ওয়ানডের প্রাথমিক দলে। ২৪ সদস্যের সেই দলে থেকেও মূল দলে জায়গা পাননি, এমন ক্রিকেটার শুধু নাঈম ও আল আমিনই নন। একই ভাগ্য বরণ করে নিতে হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও নাসুম আহমেদকে। চোট পেয়ে বায়োবাবলের আগেই ছিটকে পড়ায় স্বভাবতই জায়গা পাননি প্রাথমিক দলে ডাক পাওয়া তরুণ পারভেজ হোসেন ইমন।

অন্যদিকে, জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিন তরুণ। এরা হলেন- শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ। যথারীতি নেতৃত্ব দেবেন তামিম ইকবাল খান।

এছাড়া আইসিসির দেওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ার কারণে অবধারিতভাবেই দলে নেওয়া হয়েছে বিশ্ব সেরা অলরাউণ্ডার সাকিব আল হাসানকে। এর আগে বিসিবি আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলেছেন এই বাঁহাতি অলরাউন্ডার।

আগামী ২০ জানুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ম্যাচ ২২ তারিখ একই ভেন্যুতে। পঞ্চাশ ওভারের শেষ ম্যাচটি হবে ২৫ জানুয়ারি চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সর্বশেষ ওয়ানডে দল (জিম্বাবুয়ে সিরিজ) থেকে বাদ পড়েছেন: মাশরাফি বিন মুর্তজা, নাঈম শেখ, আল আমিন হোসেন ও শফিউল ইসলাম।

প্রাথমিক স্কোয়াডে থেকেও মূল স্কোয়াডে জায়গা পাননি: নাঈম শেখ, আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন ইমন।

বাংলাদেশের ওয়ানডে দলের স্কোয়াড: 
তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি