ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শেষ ম্যাচে টাইগার একাদশে পরিবর্তনের ইঙ্গিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৫, ২৪ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে আজ বন্দর নগরী চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। একইসঙ্গে ম্যাচটিতে একাদশে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

আগামী ২৫ জানুয়ারী চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি। দুই টেস্টে সিরিজের প্রথম ম্যাচটিও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। জৈব সুরক্ষায় থাকা দুই দলই বিশেষ বিমানে চট্টগ্রামে পৌঁছে। দুই দলই আজ হোটেলে বিশ্রামে থাকবে। আগামীকাল অনুশীলনে মাঠে নামবে দুই দল।

মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম দুই ওয়ানডেতে যথাক্রমে ছয় ও সাত উইকেটে জিতে তিন ম্যাচ সিরিজে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। নি:সন্দেহে স্বাগতিক দলের লক্ষ্য এখন ক্যারিবিয়দের হোয়াইটওয়াশ করা। অন্য দিকে সফরকারী দল তৃতীয় ম্যাচে অন্তত স্বান্তনার জয় পেতে চাইবে। শেষ ওয়ানডে জিতে টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেতেও চাইবে সফরকারীরা।

এদিকে কিছু খেলোয়াড়কে সুযোগ করে দিতে শেষ ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙ্গার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

প্রথম ম্যাচে বুধবার ৬ ও দ্বিতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে আজ সফরকারী ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। সেই সাথে ২-০ ব্যবধানে এগিয়েও আছে বাংলাদেশ। তাই শেষ ওয়ানডেতে উইনিং কম্বিনেশন ভাঙ্গতে পারে বাংলাদেশ।

আজ তামিম বলেন, ‘তাসকিন-সাইফউদ্দিনের মত ক্রিকেটাররা এখনো একাদশে সুযোগ পাননি। দলে জায়গা পেতে কঠিন প্রতিযোগিতা চলছে।’ তিনি আরও বলেন, ‘চট্টগ্রামে ম্যাচের আগে এটি কোনও উদ্বেগজনক বিষয় নয়। সকলেরই খেলার সুযোগ পাওয়া উচিত। যারা এখনও খেলার সুযোগ পাননি, তারা সকলেই ভালো করার সামর্থ্য রাখে। আমি নিশ্চিত তৃতীয় ওয়ানডেতে আমাদের কিছু পরিবর্তন হবে এবং আশা করি, যারা আসবে ভালো করবে।’

প্রথম ম্যাচে ৪৪ রানের পর আজ দ্বিতীয় ম্যাচে ৫০ রান করেন তামিম। তবে মেহেদি হাসান মিরাজের বোলিং নৈপুন্যে ৪৩ দশমিক ৪ ওভারে ১৪৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ২৫ রানে ৪ উইকেট নেন মিরাজ।

তামিমের ৪৮তম হাফ-সেঞ্চুরিতে ৩৩ দশমিক ২ ওভারেই টার্গেট স্পর্শ করে ফেলে বাংলাদেশ। তামিম জানান, দীর্ঘদিন পর হাফ-সেঞ্চুরি করতে পেরে খুশী। তামিম বলেন, ‘ক্রিজে কিছুটা সময় কাটাতে পেরে ভালো লাগলো। ড্রেসিংরুমে অনেকেই মুখিয়ে আছে, ভালো করতে। সকলেই ভালো করতে চায়।’

এদিকে, তৃতীয় ও শেষ ওয়ানডে শেষে টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে বিসিবি একাদশের বিপক্ষে এমএ আজিজ স্টেডিয়ামে তিন দিনের একটি অনুশীলন ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৩-৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১১-১৫ ফেব্রুয়ারি মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি