ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইনদোম্বেলের জোড়া গোলে বড় জয় টটেনহ্যামের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০০, ২৬ জানুয়ারি ২০২১

ইংলিশ এফএ কাপের পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে টটেনহ্যাম। চতুর্থ রাউন্ডের ম্যাচে উইকম্বে ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়া টটেনহ্যাম শেষ পর্যন্ত ইনদোম্বেলের জোড়া গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।

সোমবার (২৫ জানুয়ারি) রাতে উইকম্বে ওয়ান্ডারার্সকে ৪-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম। যদিও প্রথমে তারা ১-০ গোলে পিছিয়ে পড়ে। তবে বেল ও হ্যারি উইঙ্কস ও তঙ্গী ইনদোম্বেলের নৈপূণ্যে শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় পেয়েছে তারা।

টটেনহ্যামকে বিস্মিত করে ম্যাচের ২৫ মিনিটেই লিড নেয় উইকম্বে ওয়ান্ডারার্স। এ সময় ফ্রেড অনিয়েদিনমা গোল করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২) গ্যারেথ বেল এই গোলটি শোধ দিয়ে সমতায় ফেরান টটেনহ্যামকে। ১-১ গোলের সমতায় বিরতিতে যায় উভয় দল।

বিরতি থেকে ফিরেও ৮৫ মিনিট পর্যন্ত ছিল ১-১ গোলের সমতা। ৮৬ মিনিটে হ্যারি গোল করে এগিয়ে নেন দলকে। আর ৮৭ ও ম্যাচের শেষ মুহূর্তের অতিরিক্ত সময়ে (৯০+৩) ইনদোম্বেলে জোড়া গোল করে টটেনহ্যামকে ৪-১ ব্যবধানের জয় উপহার দেন।

পঞ্চম রাউন্ডে টটেনহ্যামের প্রতিপক্ষ এভারটন। ফেব্রুয়ারিতে গুডিসন পার্কে দুই দল মুখোমুখি হবে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি