ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আবারো হাসপাতালে সৌরভ গাঙ্গুলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ২৭ জানুয়ারি ২০২১

বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ভারতের সাবেক এ ক্রিকেট ক্যাপ্টেনকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়েছে।
 
বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়েন। 

এর আগে চলতি বছরের ২ জানুয়ারি জিম করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন সৌরভ। এরপর তার হার্টে ব্লক ধরা পড়লে স্টেন বসানো হয়। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন ৫ দিন। ৭ জানুয়ারি থেকে দক্ষিণ কলকাতার বেহালার বাড়িতে পর্যবেক্ষণে ছিলেন।

পরিবার সূত্রের খবর, মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত থেকে বুকে ব্যথা অনুভব করছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট। কিন্তু আজ বুধবার দুপুরে সেটা প্রকট আকার ধারণ করলে হাসপাতালে নেওয়া হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি