ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বুধবার সকালেই নির্ধারিত হবে একাদশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ২ ফেব্রুয়ারি ২০২১

চট্টগ্রামে বুধবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। অথচ একাদশের ফরম্যাট এখনও নির্ধারণ করতে পারেনি বাংলাদেশ দল। পেস, নাকি স্পিনকে প্রাধান্য দিয়ে একাদশ সাজানো হবে- সেই সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন সকালে উইকেট দেখে তবেই। এমনটাই জানা গেছে টিম ম্যানেজমেন্ট থেকে।

চট্টগ্রামে অনুষ্ঠিত আগের টেস্টগুলোতে স্পিনকে প্রাধান্য দিয়েই সাধারণত একাদশ সাজানো হতো। তবে আফগানিস্তানের কাছে এই স্পিনের কারণেই ধরাশায়ী হয়েছিল বাংলাদেশ। এরপর কিছুটা হলেও কমেছে স্পিনের নির্ভরতা। বিশেষ করে, স্পিনের সহায়তা ছাড়াই এম এ আজিজ স্টেডিয়ামের উইকেটে প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয় স্পিনার রাখিম কর্নওয়াল ছড়ি ঘুরানোর পর একটু তটস্থই থাকতে হচ্ছে বাংলাদেশকে।

তাই উইকেট নিয়ে যেমনি ম্যাচের আগের দিন নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, একইভাবে বলা যাচ্ছে না একাদশ নিয়েও। কৌশলগত কারণে হোক কিংবা উইকেট নিয়ে দুর্ভাবনা- ম্যাচ পূর্ববর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অধিনায়ক মমিনুল হক একাদশ নিয়ে কিছু বলতে না চাইলেও এমনই ইঙ্গিত দেন।

তার দাবি, বোলিং কম্বিনেশন কিংবা ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী কে হবেন- সেসব সিদ্ধান্ত নেওয়া হবে বুধবার (৩ ফেব্রুয়ারি) ম্যাচের দিন সকালে।

প্রিন্স অব কক্সবাজার খ্যাত এই তারকা বলেন, ‘কাল সকালে কন্ডিশন বুঝে আমরা সিদ্ধান্ত নেব। তিন পেস বোলার হবে নাকি দুই পেস বোলার হবে- তা সকালেই আপনারা জানতে পারবেন। এখন সিদ্ধান্ত নেওয়া বা বলা কঠিন। তামিম ভাইয়ের সঙ্গী কে হবেন- সেই সিদ্ধান্তও কাল সকালেই আমরা নিব।’

টেস্ট অধিনায়ক আরও বলেন, ‘উইকেট নিয়ে আপাতত কিছু বলা খুবই কঠিন। এটা অনেকাংশে নির্ভর করে আমাদের শক্তিমত্তার উপরও। আমরা কেমন শক্তিমত্তা চাচ্ছি, কন্ডিশন কেমন, উইকেট কেমন- সেই অনুযায়ীই দল করা হয়।’

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক (ক্যাপ্টেন), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (কীপার), মেহেদী মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি