ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোমিনুলের পরেই ফিরলেন সাদমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৮, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৪:৪৯, ৩ ফেব্রুয়ারি ২০২১

মোমিনুল হক সৌরভ

মোমিনুল হক সৌরভ

Ekushey Television Ltd.

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা এগিয়ে চলছে। যেখানে প্রথম সেশনটি পুরোপুরি নিজেদের করে নিতে না পারলেও দ্বিতীয় সেশনে ঠিকই আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ। তৃতীয় উইকেটে সাদমান-মোমিনুল গড়েন ৫৩ রানের মূল্যবান জুটি। এসময়ে সাদমান নিজের দ্বিতীয় ফফটি তুলে নিলেও উইকেট বিলিয়ে দিয়ে ফেরেন অধিনায়ক।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৬০ রান। মুশফিকুর রহিম ২৩ রানে এবং সাকিব আল হাসান ৯ রানে ক্রিজে আছেন। 

সাত ম্যাচের ক্যারিয়ারে নিজের দ্বিতীয় ফিফটির দেখা পাওয়া সাদমান ইসলাম অনিক আউট হয়ে ফেরেন ৫৯ রান করে। এর আগে মোমিনুল হক শর্ট মিডউইকেটে সহজ ক্যাচ দিয়ে ফেরেন ২৬ রান করে। দুজনেই শিকার হন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যানের। 

এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মোমিনুল হক সৌরভ। সাকিব আল হাসানসহ সাত ব্যাটসম্যান, চার স্পিনার ও একজন মাত্র পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের পক্ষে দারুণ শুরুর আভাস দিয়েছিলেন তামিম ইকবাল ও সাদমান ইসলাম। প্রথম পাঁচ ওভারেই বাংলাদেশ সংগ্রহ করে ২৩ রান। পঞ্চম ওভারে কেমার রোচের বল তামিমের ব্যাট ছুঁয়ে গিয়ে উইকেট নাড়িয়ে দেয়। ফলে ১৫ বলে ২ চারে ৯ রান করে সাজঘরে ফেরেন তামিম।

তামিমের বিদায়ের পরে ক্রিজে আসেন নাজমুল হোসাইন শান্ত। সাদমান ও শান্ত- এই দুই বাঁহাতি ব্যাটসম্যান ভালোই খেলছিলেন। ধৈর্য্যের সাথে দেখেশুনে খেলে যাচ্ছিলেন এই দুই তরুণ। তবে মধ্যাহ্ন বিরতির ঠিক আগে গড়বড় করে ফেলেন তারা। বোকামির দণ্ড হিসেবে রান আউটে কাটা পড়েন শান্ত।

এখানেও দৃশ্যপটে ছিলেন সেই কেমার রোচ। তার করা ওই ওভারে জসুয়া ডা সিলভা ও কাইল মেয়ার্সের দৃঢ়তায় রান আউট হওয়ার আগে শান্ত করেন ২৫ রান। তার ৫৮ বলের ইনিংসটিতে ছিল তিনটি চারের মার। থিতু হয়েও আত্মাহুতি দেওয়ার হতাশা নিয়ে সাজঘরে ফেরেন তিনি।

শান্তর বিদায়ের পরে ক্রিজে আসেন অধিনায়ক মোমিনুল হক। তিনিও বাঁহাতি অর্থাৎ টপ অর্ডারের চার ব্যাটসম্যানই বাঁহাতি। মধ্যাহ্ন বিরতির আগের বাকি সময়টা নির্বিঘ্নে কাটিয়ে দেন সাদমান ও মোমিনুল। ২ উইকেটে ৬৯ রান নিয়ে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ। 

লাঞ্চের পরের ঘণ্টাটিও কাটিয়ে দেন কোনও চিন্তা ছাড়াই। তবে পানি পানের কিছুক্ষণ পরেই যেন নিজের স্বরূপে ফিরতে মরিয়া হয়ে ওঠেন ধৈর্য্যের মূর্তপ্রতীক মোমিনুল। জোমেল ওয়ারিক্যানের স্পিনটি বের করে দিতে গিয়ে শর্ট মিডউইকেটে জন ক্যাম্পবেলের সহজ ক্যাচের শিকার হন ধৈর্য্যহারা অধিনায়ক। ৯৭টি বল মোকাবেলা করে মাত্র দুটি চার মারা মোমিনুল ফেরেন ২৬ রান করে। যাতে ১১৯ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
 
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অভিজ্ঞ পেসার রোচ একটি উইকেট পেলেও দশম ম্যাচ খেলতে নামা বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান ইতোমধ্যেই তুলে নিয়েছেন দুটি উইকেট। তবে ১০ ওভার বোলিং করে ২৫ রান খরচ করলেও উইকেটের দেখা পাননি আলোচিত স্পিনার রাকীম কর্নওয়াল।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি