ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মে মাসে বাংলাদেশ সফরে আসছে লংকানরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৯, ৪ ফেব্রুয়ারি ২০২১

সিমিত ওভারের সিরিজ খেলতে আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলংকা ক্রিকেট দল। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লীগের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মে মাসে লংকান দলটি বাংলাদেশ সফর করবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ আকরাম খান বলেন, ‘তিনটি ওয়ানডে খেলতে মে মাসে শ্রীলংকা দল বাংলাদেশে আসবে। তিন ম্যাচের সিরিজটি ওয়ানডে সুপার লীগের অংশ।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ ম্যাচের সিরিজ খেলতে এপ্রিলে শ্রীলংকা সফরে যেতে পারে টাইগাররা। গত জুলাইয়ে নির্ধারিত সিরিজটি করোনার কারণে স্থগিত হয়ে যায়। তবে সিরিজটি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে দুই বোর্ড।

আকরাম বলেন,‘ সূচি চাড়ান্ত না হলেও আমরা যাচ্ছি- এটা চুড়ান্ত। আমরা আগে কিংবা পরেও শ্রীলংকা যেতে পারি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষে চলতি মাসের শেষ দিকে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সফরের কথা রয়েছে বাংলাদেশ দলের। এরপর লংকা সফর। আবার লংকানদের আতিথেয়তা দেয়ার পর জিম্বাবুয়ে সফর থাকায় টাইগারদের সামনে রয়েছে ব্যস্ত সুচি। করোনা পরিস্থিতিতে জৈব সুরক্ষা বলয়ে থেকে টানা সিরিজ খেলার ধাক্কা টাইগাররা সামাল দিতে পারবে কিনা সেটাই প্রশ্ন।

তবে জিম্বাবুয়ে সফরের বিষয়ে এখনো দ্বিধান্বিত বিসিবি। আকরাম বলেন,‘ জিম্বাবুয়ে সফর এখনো চুড়ান্ত নয়। কিছু দিনের মধ্যেই আমরা চাড়ান্ত করব। এটা বাতিল হয়ে যাওয়ায় দুই বোর্ডেরই সময়ের বিষয় আছে। আবার আমাদের খেলোয়াড়দের বিশ্রামেরও একটা বিষয় আছে। জৈব সুরক্ষা বলয় খেলোয়াড়দের জন্য একটা বড় চাপ। বিষয়টি আমাদের মাথায় আছে। সব কিছু বিবেচনায় নিয়েই আমরা সফর নিয়ে আলোচনা করছি।’

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি