ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্লাব বিশ্বকাপের ফাইনালে বায়ার্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৩, ৯ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ক্লাব বিশ্বকাপের ফাইনালে গেল বায়ার্ন মিউনিখ। রবের্ত লেভানদোভস্কির জোড়া গোলে মিশরের দল আল আহলিকে হারিয়েছে তারা। আগামী বৃহস্পতিবার ফাইনাল ম্যাচে মেক্সিকোর দল তাইগ্রেসের মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়নরা।

সোমবার (৮ ফেব্রুয়ারি) কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আল আহলিকে ২-০ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন। খেলার দুই অর্ধে দুটি গোল করে দলকে ফাইনালে নিয়ে যান লেভানদোভস্কি।

ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় ২০১৩ আসরের চ্যাম্পিয়ন বায়ার্ন। সের্গে জিনাব্রির পাসে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন চলতি বুন্ডেসলিগার সর্বোচ্চ গোলদাতা লেভানদোভস্কি। প্রথমার্ধের বাকি সময়ে ব্যবধান বাড়তে দেননি আল আহলির গোলরক্ষক মোহামেদ এল শেনাউয়ি। বায়ার্নের বেশ কয়েকটি আক্রমণকে রুখে দেন এই গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি জোড়ালো আক্রমণে গেলেও গোলের দেখা পায়নি বায়ার্ন। তবে ম্যাচের ৮৫তম মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন লেভানদোভস্কি। ডান দিকের বাইলাইনের কাছ থেকে লেরয় সানের ক্রসে হেডে বল জালে পাঠান গত বছরের ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়।

রোববারের প্রথম সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ১-০ গোলে হারিয়ে উত্তর আমেরিকার প্রথম দল হিসেবে প্রতিযোগিতাটির ফাইনালে ওঠে মেক্সিকোর তাইগ্রেস। এডুকেশন সিটি স্টেডিয়ামে বৃহস্পতিবারের ফাইনালে তাইগ্রেসের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি