ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জোড়া গোল সুয়ারেজের, টপকালেন রোনালদোকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৮, ৯ ফেব্রুয়ারি ২০২১

লিওনেল মেসির ক্লাব সতীর্থ এবং একসঙ্গে জুটি গড়ে জিতেছেন অনেক ম্যাচ, সেই লুইস সুয়ারেজ বার্সেলোনা ছেড়ে অ্যাথলেটিকো মাদ্রিদে গিয়ে অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছেন। লা লিগার ইতিহাসে রোনালদোকে ছাড়িয়ে গেছেন এই উরুগুইয়ান তারকা।

সোমবার (৮ ফেব্রুয়ারি) রাতে ঘরের মাঠ ওয়ান্ডা মেট্ট্রোপেলোটিনে সেল্টা ভিগোর বিপক্ষে জোড়া গোল করেন সুয়ারেজ। যদিও ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। তবে এই জোড়া গোলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে রেকর্ড গড়েন সুয়ারেজ।

এখন পর্যন্ত ১৭ ম্যাচে ১৬ গোল করেন লুইস সুয়ারেজ। লা লিগার ইতিহাসে কোনও ফুটবলার ১৭ ম্যাচে ১৫ গোলের বেশি করতে পারেননি। এতদিন এই রেকর্ড দখলে ছিল রোনালদোর। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদের হয়ে সিআরসেভেন ১৭ ম্যাচ খেলে ১৫ গোল করেন।

দলের হয়ে ম্যাচের ৪৫তম মিনিটে এবং ৫০তম মিনিটের সময় গোল দুটি করেন সুয়ারেজ।

ম্যাচ ড্র করলেও এখনও শীর্ষে আছে সুয়ারেজ দল অ্যাথলেটিকো মাদ্রিদই। লা লিগায় ২০ ম্যাচ খেলে ৫১ পয়েন্ট তাদের। এর থেকে এক ম্যাচ কম খেলে সমান ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে বার্সা-রিয়াল। গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে কাতালানরা।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি