ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শেষ প্রস্তুতি ম্যাচে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ২৯ মে ২০১৭ | আপডেট: ১৮:৪৩, ২৯ মে ২০১৭

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। মূল লড়াইয়ের আগে শেষ প্রস্ততি ম্যাচে জয় পেতে চায় মাশরাফি বাহিনী। অন্যদিকে, টপ ফেভারিট ভারতও জয় ছাড়া কিছু ভাবছেনা। 

ডাবলিনে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে দারুন জয়ের পর আত্মবিশ্বাসের রসদ খুঁজে পায় বাংলাদেশ। আর পাকিস্তানের বিপক্ষে প্রস্ততি ম্যাচে লড়াকু ব্যাটিংয়ের পর জয়ের কাছে গিয়েও শেষ মুহুর্তে হার। এমন সুখস্মৃতি নিয়ে এবার মুখোমুখি হবে ভারতের। ব্যাটসম্যানরা আছেন ধারাবাহিক ফর্মে। এছাড়া মাশরাফির নেতৃত্বে বোলিংয়েও রয়েছে প্রতিপক্ষকে চাপে ফেলার সক্ষমতা। এমন প্রেক্ষাপটে ভারতের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছেন না দলপতি মাশরাফি।

এদিকে, গত আসরের চ্যাম্পিয়ন ভারত। এবারো শিরোপা জয়ের মিশনে ইংল্যান্ডে পা রাখে কোহলি বাহিনী। প্রস্ততি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জয় পায় তারা। সেই জয়ের ধারা অব্যহত রাখতে চায় তারা। শক্তি আর পরিসংখ্যানে বাংলাদেশের তুলনায় বেশ এেিগয় থাকলেও প্রতিপক্ষকে হালকভাবে নিতে নারাজ তারা।

জুনের ১ তারিখে উদ্ধোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। আর ৪ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি