ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সাকিবের অনুপস্থিতেও সতর্ক উইন্ডিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৭, ৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২০:১৫, ৯ ফেব্রুয়ারি ২০২১

ঢাকায় ফিরে অনুশীলনে ক্যারিবীয়রা

ঢাকায় ফিরে অনুশীলনে ক্যারিবীয়রা

কুঁচকির ইনজুরিতে পড়ে সিরিজের প্রথম টেস্ট থেকেই ছিটকে পড়েছিলেন সাকিব আল হাসান। যে কারণে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের ২য় টেস্ট থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ১১ ফেব্রুয়ারি মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।

তবে সাকিবের অনুপস্থিতিতেও বেশ সতর্ক সফরকারী উইন্ডিজ। দলটির প্রধান কোচ ফিল সিমন্স বলেন, ‘এটা (সাকিবের অনুপস্থিতি) আমাদের খুব একটা সুবিধা দেবে না। এটা ঠিক যে, তিনি বিশ্বের সেরা অল রাউন্ডারদের একজন। তবে স্বাগতিকদের আরও স্পিনার এবং ব্যাটসম্যান আছে, যারা এখানে স্পিন বোলিং করতে পারে। সাকিবের অনুপস্থিতিতে দায়িত্ব পালনের মতো এমন কাউকে খুঁজে নেবে বাংলাদেশ।’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই সাকিবের ইনজুরিটি দানা বাঁধে। ফলে ওই ম্যাচটি আর শেষ করা হয়নি বিশ্ব বরেণ্য এই অলরাউন্ডারের। বোলিং ব্যর্থতার ওই ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন উইকেটে পরাজিত হয় টাইগাররা। ৩৯৫ রানের বিশাল টার্গেট তাড়া করে ম্যাচ জিতে নেয় সফরকারীরা।

ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬৮ রান সংগ্রহ করেছিলেন সাকিব। পরে ছয় ওভার বল করেন তিনি। দ্বিতীয় ইনিংসে তো মাঠেই নামতে পারেননি সাকিব। সাকিবের অনুপস্থিতিই ম্যাচ হারের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবীয় কোচ বলেন, ‘সাকিবের মতো ভালো অলরাউন্ডার হয়তো পাওয়া যাবে না, তবে টেস্টের জন্য যোগ্য ক্রিকেটারকেই নামাবে স্বাগতিক দল। তাই সাকিবের অনুপস্থিতিতে আমাদের কাজ সহজ হয়ে যাবে বলে আমরা ভাবতে পারি না। দ্বিতীয় ম্যাচ আমাদের জন্য সহজ হবে না।’

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি