ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঢাকা টেস্ট জয় নিয়ে যা বললেন মিরাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩১, ৯ ফেব্রুয়ারি ২০২১

মিরপুরে অনুশীলনের ফাঁকে কোচের সঙ্গে অধিনায়ক মোমিনুল।

মিরপুরে অনুশীলনের ফাঁকে কোচের সঙ্গে অধিনায়ক মোমিনুল।

দুই ম্যাচের টেস্ট সিরিজে হার এড়াতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয়ে লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। আর এ জন্য সাকিব আল হাসানের অনুপস্থিতিতে স্পিনারদেরকেই দায়িত্ব নিতে হবে বলে মনে করেন স্বাগতিক দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

কুঁচকির ইনজুরিতে পড়ে সিরিজের শেষ টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব। ১১ ফেব্রুয়ারি মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই সাকিবের ইনজুরিটা পুনরায় দেখা দেয়। যে কারণে ম্যাচটি আর শেষ করা হয়নি বিশ্ব বরেণ্য অলরাউন্ডারের। বোলিং ব্যর্থতার ওই ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন উইকেটে পরাজিত হয় টাইগাররা। ৩৯৫ রানের বিশাল টার্গেট তাড়া করে ম্যাচ জিতে নেয় সফরকারীরা।

ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬৮ রান সংগ্রহ করেছিলেন সাকিব। পরে ছয় ওভার বল করেন তিনি। দ্বিতীয় ইনিংসে মাঠেই নামতে পারেননি সাকিব। তার অনুপস্থিতিও ম্যাচ হারের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ঢাকায় ফিরে আজ অনুশীলন শেষে মিরাজ বলেন, সাকিবের ঘাটতি পূরণ করা সহজ হবে না। তাই বাড়তি দায়িত্ব পালনে জোর দিতে হবে। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বলেন, ‘সাকিব ভাইয়ের ইনজুরিটা ম্যাচে দারুণ প্রভাব ফেলেছে। কারণ তার বোলিং ও নির্দেশনা, দুটিই ছিল গুরুত্বপূর্ণ। সেখানে তিনি থাকলে আমরা পঞ্চম দিনে হয়তো ঘুরে দাঁড়াতে পারতাম। কারণ তখন হয়তো তিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারতেন। তার বোলিংও বাড়তি প্রভাব ফেলতো। কিন্তু ইনজুরির কারণে আমরা অপ্রত্যাশিতভাবে সাকিবকে পাইনি।’

মেহেদী মিরাজ বলেন, ‘সাকিব ভাই থাকলে ঢাকায় আসন্ন দ্বিতীয় টেস্টে আমরা আত্মবিশ্বাস পেতাম। কিন্তু এখানেও তাকে পাচ্ছি না। আমরা, স্পিনারদেরকেই এখন বাড়তি দায়িত্ব নিতে হবে। আমাদেরকে ভালো ও সঠিক স্থানে বল করতে হবে। যেমনটি প্রথম টেস্টে হয়নি।’

প্রথম টেস্টের ভুলগুলো চিহ্নিত করা হয়েছে বলেও জানিয়েছেন মিরাজ। তাদের পরিকল্পনা দ্বিতীয় টেস্টে সেগুলো শুধরে নেয়া। মিরাজ বলেন, ‘প্রথম টেস্টের পঞ্চম দিনে আমরা কিছুটা অসম বাউন্স আশা করেছিলাম। কিন্তু পিচ থেকে সেটি পাওয়া যায়নি। পিচে কিছুটা রুক্ষতাও ছিল। আমরা সেখানেই বল ফেলেছিলাম। তবে সেটিও আমাদের ভুল ছিল। কারণ আমরা কিছুটা শট লেন্থে বল করেছিলাম। যা তাদেরকে চাপমুক্ত করেছে। আমরা তাদের (উইন্ডিজ) ভুল নিয়েও আলোচনা করেছি। আশা করি দ্বিতীয় টেস্টেও তারা ওই ভুল করবে। আমরা আঁটশাট লেন্থে সঠিক স্থানে বল ফেলার চেস্টা করব।’

ব্যক্তিগত দিক থেকে প্রথম টেস্টটি ছিল মিরাজের জন্য দারুণ একটি ম্যাচ। প্রথম ইনিংসে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির পাশাপাশি আট উইকেট দখল করেছেন তিনি। কিন্তু ম্যাচে হেরে যাওয়ায় এসব নিয়ে খুশি থাকতে পারনেনি মিরাজ। 

তরুণ এই অলরাউন্ডার বলেন, ‘আমার দল যদি ম্যাচে জয়লাভ করতো, তাহলে আমি হয়তো এই পারফর্মেন্সের স্বাদ অনুভব করতে পারতাম। ব্যক্তিগত অর্জনের দিক থেকে এটি হয়তো আমার ক্যারিয়ারে ভাল একটি টেস্ট ম্যাচ। কিন্তু নিজ দল হেরে গেলে কেউই ওই অর্জন উপভোগ করতে পারে না। আশা করি (আগামীতে) আরও ভাল খেলা দিয়ে দলের জন্য অবদান রাখতে পারব।’

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি