ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রেকর্ড জয়, এফএ কাপের শেষ আটে ম্যানচেস্টার সিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬, ১১ ফেব্রুয়ারি ২০২১

এফএ কাপের শেষ আটে উঠেছে ম্যানচেস্টার সিটি। সোয়ানসি সিটিকে হারিয়ে এক কীর্তি গড়ল ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ডের শীর্ষ লিগের দল হিসেবে ঘরোয়া ফুটবলে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়েছে পেপ গার্দিওলার দলটি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) এফএ কাপের পঞ্চম রাউন্ডে সোয়ানসি সিটিকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এদিন একটি গোল করেন কাইল ওয়াকার, রাহিম স্টার্লিং ও গাব্রিয়েল জেসুস।

সব প্রতিযোগিতা মিলে এ নিয়ে টানা ১৫টি ম্যাচ জিতল সিটি। ১৮৯১-৯২ মৌসুমে প্রেস্টন ও ১৯৮৭-৮৮ মৌসুমে আর্সেনাল টানা ১৪টি করে ম্যাচ জিতেছিল।

প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সিটি সবশেষ হেরেছিল গত নম্ভেম্বরে, টটেনহ্যাম হটস্পারের মাঠে ২-০ গোলে।

এখনও পর্যন্ত ম্যানচেস্টার সিটির সামনে মৌসুমের চারটি শিরোপার সবকটি জয়ের সম্ভাবনা।
এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি