শুরুতেই বড় ধাক্কা, সৌম্য-শান্তের বিদায়
প্রকাশিত : ১৫:০৮, ১২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:০৯, ১২ ফেব্রুয়ারি ২০২১
ক্যারিবিয়দের দেয়া প্রথম ইনিংসে ৪০৯ রান তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। বিদায় নিয়েছেন সৌম্য সরকার ও নাজমুল হোসাইন শান্ত। ফলে এই মুহূর্তে ঢাকা টেস্টে কিছুটা ব্যাকফুটে টাইগাররা।
এর আগে প্রথম দিনের ২২৩ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামা ক্যারিবিয়রা জসুয়া ডি সিলভা ও এনক্রুমাহ বোনারের দৃঢ়চেতা ব্যাটিংয়ে ভর ৪০৯ রানের বড় পুজি পায় ওয়েস্ট ইন্ডিজ। যদিও দুজনই শতকের কাছাকাছি গিয়ে সাজঘরে ফেরেন। তবে দলের জন্য যা করার দরকার ছিল তা তারা করে দিয়ে যান।
গতকালের ৫ উইকেটে ২২৩ রান নিয়ে আজ শুক্রবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে বেশ সতর্ক থেকেই ব্যাট চালাচ্ছেন সফরকারীরা। একের পর এক ব্রেক থ্রোতেও ভাঙা যাচ্ছেনা ক্যারিবিয়দের দেয়াল। যদিও দলীয় ২৬৬ রানের মাথায় মেহেদী হাসান মিরাজের বলে শান্তর হাতে ধরাশায়ী হয়ে বিদায় নিয়েছেন বোনার (৯০)। মাঠ ছাড়ার আগে ৭ বাউন্ডারিতে ৯০ রান করেন ক্যারিবিয় এই ব্যাটসম্যান।
তবে তার বিদায়ের পরও চালকের আসনে থাকে সফরকারীরা। সিলভার ব্যাটিং দৃঢ়তায় ৪০৯ রানে পৌঁছায় তারা। দলীয় ৩৮৪ রানের মাথায় ব্যক্তিগত ৯২ রানে তাইজুলের শিকার হন তিনি। ফলে তাকে সঙ্গ দেয়া আলজেরি জসিপও দলের বড় সংগ্রহে ভূমিকা রাখেন। তবে সিলভার বিদায়ের পর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি জসিপ। জায়েদের বলে লিটনের হাতে ধরাশায়ী হোন তিনি। মাঠ ছাড়ার আগে ৫ ছক্কা ও ৮ বাউন্ডারিতে ৮২ রান রান করে ক্যারিবিয় এই ব্যাটসম্যান। শেষ ২৫ রানে ক্যারিবিয়রা হারায় ৪ উইকেট।
এদিকে, বিশাল রান তাড়া করতে নেমে প্রথম শুরুতে বিপাকে পড়েছে বাংলাদেশ। শূন্য রানে ফেরেন সাকিবের বদলে নামা সৌম্য সরকার। তার বিদায়ের পর একই পথে হাটেন নাজমুল হোসাইন শান্ত। দুজনই আউট হয়েছেন গ্যাব্রিলের বলে। ক্রিজে আছেন তামিম ইকবাল ও অধিনায়ক মোমিনুল হক।
এর আগে বড় সংগ্রহের লক্ষ্য নিয়ে আজ ব্যাটিংয়ে নামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের পর এই ম্যাচেও ক্যারিবিয়দের আশার ভরসায় পরিণত হন এনক্রুমাহ বোনার। গতকালই তুলে নেন অর্ধশতক। তবে আজ শতক ছোঁয়ার আগে বিদায় নিতে হয় মেহেদীর শিকার হয়ে।
বৃহস্পতিবার প্রথম দিনের প্রথম সেশনে বলতে গেলে পাত্তাই পায়নি বাংলাদেশ। ৮৪ রানে ওয়েস্ট ইন্ডজের মাত্র ১টি উইকেট তুলে নিতে পারে টাইগাররা। তবে দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়ায় মমিনুল হকের দল। ৬২ রানের বিনিময়েই ফিরিয়ে দেয় সফরকারীদের ৩ ব্যাটসম্যানকে।
ওপেনিং জুটিতে ক্রেইগ ব্রাথওয়েট এবং জন ক্যাম্পবেল ৬৬ রান যোগ করেন। এরপর বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন তাইজুল ইসলাম। এই বাঁহাতি অর্থোডক্স স্পিনারের লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ক্যাম্পবেল। ৬৮ বলের মোকাবেলায় ৫ চার এবং ১টি মাত্র ছয়ের সাহায্যে ৩৬ রান করেন ক্যারিবীয় বাঁহাতি হার্ডহিটার।
এরপর লাঞ্চ থেকে ফিরে শাইনি মুসেলের উইকেট তুলে নেন চট্টগ্রাম টেস্টে একাদশের বাইরে থাকা রাহী। কিছুক্ষণ পর সৌম্যের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিফটি হাতছাড়া করেন সফরকারী অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। দ্বিতীয় সেশন শেষ হওয়ার কিছুক্ষণ আগে চট্টগ্রাম টেস্টের নায়ক কাইল মায়ার্সকেও নিজের শিকারে পরিণত করেন রাহী।
আর শেষ সেশনে এসে জার্মেইন ব্লাকউডকে তুলে নিয়ে ভালো কিছুরই ইঙ্গিত দেন তাইজুল। এর আগে ব্লাকউডের (২৮) সঙ্গে ৬২ রানের অনবদ্য জুটি গড়েন বোনার। তবে শেষ পর্যন্ত প্রথম দিন আর কোনও বিপর্যয় হতে দেননি প্রথম টেস্ট জয়ের অন্যতম নায়ক এনক্রুমাহ বোনার ও জসুয়া ডা সিলভা।
এআই/ এসএ/