ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তৃতীয় সন্তান নিয়ে রোমাঞ্চিত সাকিব দম্পতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ১৬ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২০:২৮, ১৭ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

পরিবারে নতুন অতিথি আসার খবর আগেই দিয়েছিলেন। জানিয়েছিলেন- তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন তিনি। সাকিব আল হাসান ও তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির– দুজনেই বেশ রোমাঞ্চিত।

যুক্তরাষ্ট্রে সাকিবের ফিরে যাওয়ার বড় কারণ হলো বর্তমান কোভিড পরিস্থিতি। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে স্ত্রীর পাশে শুধু স্বামীকে থাকতে দেওয়া হয়। তাই নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরতে হচ্ছে দেশসেরা ক্রিকেটারকে।

সাকিব বলেন, ‘আমার তৃতীয় সন্তান আসবে। সেটা নিয়ে রোমাঞ্চিত আমরা দুজন। একই সঙ্গে এরকম পরিস্থিতিতে স্ত্রীর পাশে থাকা জরুরি। তারচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এই কোভিড পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থা অনেক খারাপ। সেখানকার হাসপাতালে স্বামী ছাড়া কাউকে থাকতে দেওয়া হয় না। তাই এই সময়ে আমার থাকা খুব জরুরি।’

এদিকে নিজের ছুটি প্রসঙ্গে সাকিব জানিয়েছেন, তাঁর চোট সারতেও লম্বা সময় লাগবে। ছুটিটা তাই দুই ধরনের। একটা হচ্ছে বাধ্য হয়ে, আরেকটা ব্যক্তিগত। যে ইনজুরিটা সেটা সারতে ছয় থেকে আট সপ্তাহ লাগবে।

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কুঁচকিতে চোট পেয়েছিলেন সাকিব। সেই চোট কাটিয়ে টেস্ট সিরিজে মাঠেও ফিরেছিলেন তিনি। সম্প্রতি নতুন করে আবার চোটে আক্রান্ত হন তিনি। নতুন করে বাঁ পায়ের ঊরুতে চোট পান তিনি। এমআরআই রিপোর্টে নতুন চোট ধরা পড়ে।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ের সময় অস্বস্তিবোধ করেন সাকিব। পরে বোলিং চালিয়ে গেলেও বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় দেশসেরা এই ক্রিকেটারকে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি