ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শুরু হচ্ছে লিজেন্ড কাপ, সূচি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ১৭ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৬:১০, ১৭ ফেব্রুয়ারি ২০২১

একমি স্ট্রাইকার্সের আইকন খালেদ মাসুদ পাইলটের জার্সি উন্মোচন

একমি স্ট্রাইকার্সের আইকন খালেদ মাসুদ পাইলটের জার্সি উন্মোচন

Ekushey Television Ltd.

দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে এবার শুরু হচ্ছে লিজেন্ড কাপ টিটেন বা এলসিটি-টেন ২০২১। সম্প্রতি ১০ ওভার করে মোট ২০ ওভারের ম্যাচের এই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে।

টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৬টি দল। দলগুলো হলো- জেমকন টাইটান্স, একমি স্ট্রাইকার্স, নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স, এক্সপো রেইডার্স, বৈশাখী বেঙ্গলস ও জা’দুবে স্টার্স। 

এই ছয় দলের আইকন হিসেবে আছেন দেশের সাবেক ৬ অধিনায়ক। টাইটান্সে হাবিবুল বাশার সুমন, স্ট্রাইকার্সে খালেদ মাসুদ পাইলট, ওয়ারিয়র্সে নাইমুর রহমান দুর্জয়, রেইডার্সে খালেদ মাহমুদ সুজন, বেঙ্গলসে মিনহাজুল আবেদীন নান্নু ও স্টার্সে আকরাম খান।

টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস চ্যানেল। টুর্নামেন্টে খেলার জন্য জাতীয় দল ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলা ১২০ জন সাবেক ক্রিকেটার নিবন্ধন করেন। সেখান থেকে প্লেয়ার ড্রাফটের মাধ্যমে বেছে নেওয়া হয় ৯৬ জন সাবেক ক্রিকেটারকে।


এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি