ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রফিকের ঘূর্ণিতে লিজেন্ড চ্যাম্পিয়ন স্ট্রাইকার্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩২, ২০ ফেব্রুয়ারি ২০২১

উইকেট নেয়ার পর দলনায়ক পাইলটের সঙ্গে রফিকের উদযাপন।

উইকেট নেয়ার পর দলনায়ক পাইলটের সঙ্গে রফিকের উদযাপন।

Ekushey Television Ltd.

স্পিন লিজেন্ড মোহাম্মদ রফিকের ঘূর্ণিজাদুতে লিজেন্ড ট্রফির শিরোপা জিতেছে খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বাধীন একমি স্ট্রাইকার্স। আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে আসরের ফাইনাল ম্যাচে খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন এক্সপো রাইডার্সকে ৩০ রানে হারিয়েছে পাইলটের দল।

চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় অবদান রাখেন মোহাম্মদ রফিক। কিংবদন্তি এই সাবেক বাঁহাতি স্পিনার একাই শিকার করেছেন ৫ উইকেট।

এদিন কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে একমি স্ট্রাইকার্স। নির্ধারিত ৭০ বলে ৮ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে পাইলট বাহিনী। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন এহসানুল হক সিজান। ২৭ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহমান। 

এক্সপো রাইডার্সের পক্ষে শানিয়ান তাহিম ও ফয়সাল হোসেন ডিকেন্স ৩টি করে উইকেট শিকার করেন।

জবাবে জয়ের লক্ষ্যে খেলতে নেমে মোহাম্মদ রফিকের মায়াবী ঘূর্ণির মুখে পড়ে এক্সপো রাইডার্স। ইনিংস বড় করতে পারেননি দলের কেউই। তিন ওভারে ১৯ রান দিয়ে একাই ৫টি উইকেট শিকার করেন বাঁহাতি লিজেন্ড স্পিনার। এছাড়া দুটি উইকেট শিকার করেন পেসার হাসিবুল হোসেন শান্ত। 

যাতে নির্ধারিত ৭০ বলে ৮ উইকেট হারিয়ে ৭৪ রান তুলতে পারে খালেদ মাহমুদ সুজনের এক্সপো রাইডার্স। দলের পক্ষে সর্বোচ্চ ১২ রান আসে আফরোজের ব্যাট থেকে। এছাড়া ১১ রান করেন তালহা জুবায়ের। বাকিদের রান বলার মতো নয়। ফলে ৩০ রানে হেরে যায় সুজন বাহিনী। ম্যাচ সেরা হন চ্যাম্পিয়ন দলের মোহাম্মদ রফিক।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি