ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভাষা শহীদদের প্রতি সাকিব-তামিম-মাহমুদুল্লাহ-মুশফিকদের শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৮, ২১ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

আজ অমর একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাকিব আল হাসান লিখেছেন, ‘সবারই তার মাতৃভাষায় কথা বলার অধিকার রয়েছে। আর আমাদের সেই অধিকার রক্ষার জন্য ১৯৫২ সালের এই দিনে আমাদের ভাষা সৈনিকেরা প্রাণের মায়া ত্যাগ করে রাজপথে নেমে এসেছিলেন। স্মরণ করছি সকল ভাষাসৈনিকদের, যাদের জন্য আজ গর্ব করে কথা বলতে পারি বাংলা ভাষায়।’

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেন, ‘সবাইকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ লিখেন, ‘যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি তাদের প্রতি সশ্রদ্ধ সালাম। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম লিখেন, ‘সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও দোয়া। যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা- বাংলা। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি