ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাকিবের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে: নাসির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ২৪ ফেব্রুয়ারি ২০২১

সংবাদ সম্মেলনে নাসির দম্পতি

সংবাদ সম্মেলনে নাসির দম্পতি

Ekushey Television Ltd.

সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করে নানা সমালোচনা ও অভিযোগের পর আজ মামলারও শিকার হয়েছেন ক্রিকেটার নাসির হোসাইন। জবাবে তামিমার আগের স্বামী রাকিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশের ক্রিকেটের ‘ব্যাড বয়’ খ্যাত রংপুরের এই ক্রিকেটার।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য ও অভিযোগের জেরে আজ বুধবার বিকালে বনানীতে এক সংবাদ সম্মেলন ডেকে এই কথা জানান নাসির। এ সময় তাঁর পাশে স্ত্রী তামিমা ও তাদের আইনজীবীও উপস্থিত ছিলেন। 

তাদের দাবি, বৈধ প্রক্রিয়াই তারা বিয়ে করেছেন। তাদের বিরুদ্ধে রাকিব নামে ওই যুবক অপপ্রচার চালাচ্ছেন। একইসঙ্গে রাকিবের সব অভিযোগ মিথ্যা বলেও দাবি করেন তামিমা। 

অনেক আগেই রাকিবের সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে বলেও দাবি করে তামিমা হোসাইন বলেন, 'রাকিব হাসানের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমাদের একটা মেয়েও আছে। এসবই সত্য। কিন্তু আমি তাকে ২০১৬ সালেই ডিভোর্স দিয়েছি।' 

এর আগে এদিন ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে নাসির হোসেন ও তামিমার বিরুদ্ধে আদালতে মামলা করেন রাকিব। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এরপরই এই নবদম্পতি সংবাদ সম্মেলনে আসেন। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসির হোসাইন বলেন, এতদিন ও শুধু তামিমা ছিল। আজ থেকে সে তামিমা হোসাইন। আমি চাইব না কেউ কোনোভাবে ওর বিরুদ্ধে কিছু বলুক। যারাই যেখান থেকে কিছু বলবে আমি আইনগত ব্যবস্থা নেব। 

তাদের বিরুদ্ধে মামলা হয়েছে- এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তাদের আইনজীবী জানান, আদালতে তারা সব প্রমাণাদি উপস্থিত করবেন। তারা গণমাধ্যমে মামলার খবর শুনেছেন, এখনও কোনও নোটিশ পাননি। 

সংবাদ সম্মেলনে তাদের পক্ষে আইনজীবী তালাকনামার কপি উপস্থিত সাংবাদিকদের হস্তান্তর করেন। পাশাপাশি তাদের লিখিত বক্তব্যের কপিও দেন।

এর আগে চলতি মাসের ১৪ তারিখে (ভালোবাসা দিবসে) প্রেমিকা তামিমা তাম্মিকে বিয়ে করেন নাসির। পরিকল্পনামাফিক জমকালো উদযাপনে বিয়ের আনুষ্ঠানিকতাও সারেন তারা। কিন্তু সপ্তাহ না গড়াতেই রাকিব হাসান নামে এক যুবক নাসিরের স্ত্রীর নামে জিডি করেন। রাকিবের অভিযোগ- নাসির তার স্ত্রীকে বিয়ে করেছে। নাসিরকে বিয়ের আগে তামিমা রাকিবকে ডিভোর্স দেননি। ওই সংসারে তাদের আট বছরের একটি কন্যাসন্তানও রয়েছে।  

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন তুমুল আলোচনা-সমালোচনা, তখন তাতে আরও নতুনমাত্রা যোগ করেন নাসিরের সাবেক প্রেমিকা মডেল সুবাহ শাহ হুমায়রা। এমনকি রাকিবকে মামলা চালানোর জন্য যাবতীয় খরচও সে বহন করার ঘোষণা দিয়েছে লাইভে এসে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি