ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রোনালদোর গোলেও পয়েন্ট হারাল জুভেন্টাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৩, ২৮ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১০:০৭, ২৮ ফেব্রুয়ারি ২০২১

সেরি আ লিগে পয়েন্ট হারিয়েছে চ্যাম্পিয়ন জুভেন্টাস। ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় পায়নি আন্দ্রেয়া পিরলোর দল। শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে হেল্লাস ভেরোনা রুখে দিয়েছে টানা নয় বারের চ্যাম্পিয়নদের।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথমে রোনালদোর গোলে এগিয়ে যায় জুভেন্টাস কিন্তু শেষ দিকে আন্তোনিন বারাকের গোলে সমতায় ফেরে ভেরোনা। এই নিয়ে ভেরোনার বিপক্ষে টানা তিন ম্যাচ জয়শূন্য রইলো তুরিনের বুড়িরা। 

গত মৌসুমে এই মাঠে ২-১ গোলে হেরেছিল জুভেন্টাস। এরপর চলতি আসরে প্রথম দেখায় চ্যাম্পিয়নদের ঘরের মাঠে ১-১ এ রুখে দেয় ভেরোনা।

প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। কাজেই গোলশূন্যভাবে কাটে প্রথম ৪৫ মিনিট। তবে দ্বিতীয়ার্ধে ফিরেই গোলের খড়া কাটান রোনালদো। ম্যাচের ৪৯তম মিনিটে চিয়েসার পাস ফাঁকায় পেয়ে জোরালো শটে ভেরোনার গোলরক্ষককে পরাস্ত করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। আসরে এটি সিআরসেভেনের ১৯তম গোল।

গোল হজমের পর একাধিক আক্রমণে উঠে ভোরোনা। তবে ৭৭তম মিনিটে গোছালো এক আক্রমণে সমতায় ফেরে তারা। এ সময়ে বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো বল হেডে জালে পাঠান আন্তোনিন বারাক।

শেষ দিকে আরও একবার আক্রমণে গিয়েছিল ভেরোনা। সেবার কোনমতে ঠেকান দার্কো লাজোভিচ। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

২৩ ম্যাচে ১৩ জয় ও সাত ড্রয়ে ৪৬ পয়েন্ট তিনে আছে জুভেন্টাস। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে এসি মিলান। আর ২৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে ভেরোনা। শীর্ষে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৫৩। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি