ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বেলের জোড়া গোলে টটেনহ্যামের উড়ন্ত জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ১ মার্চ ২০২১

ইংলিশ প্রিমিয়ার লিগে গ্যারেথ বেলের আলো ছড়ানো ম্যাচে উড়ন্ত জয় পেয়েছে টটেনহ্যাম। বার্নলির বিপক্ষে বেল জোড়া গোল তো করলেনই, সতীর্থকে দিয়েও করালেন একটি। এর মধ্য দিয়ে জয়ের খরা কাটলো দলটির, শেষ ছয় ম্যাচের ৫টিতেই হেরেছিল টটেনহ্যাম।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বার্নলিকে ৪-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম। এই জয়ের সুবাদে ইউরোপিয়ান কোয়ালিফাইর আশা বেঁচে থাকল হোসে মরিনহোর দলটির।

এদিন টটেনহ্যামের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ম্যাচের দুই মিনিটেই সন হিউং-মিনের এসিস্ট থেকে দলকে এগিয়ে দেন বেল। ১৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। আর ৩১তম মিনিটে লুকাস মৌরা ব্যবধান আরও বাড়িয়ে ফেলেন। ফলে প্রথমার্ধে ৩ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

বিরতির পর ম্যাচের ৫৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করেন বেল। এবারও তাকে গোলের সহজ সুযোগ করে দেন সন।

এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে আট নম্বরে উঠে এসেছে টটেনহ্যাম। ২৫ ম্যাচে তাদের পয়েন্ট ৩৯। ছয় পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে ওয়েস্ট হ্যাম। তাই চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাইয়ের লড়াইয়ের এখনো ভালো সুযোগ আছে মরিনহোর দলের।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি