ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

স্টোকসের সঙ্গে তর্কে জড়ালেন কোহলি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ৪ মার্চ ২০২১

চতুর্থ টেস্টের প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। সেই সময়ই মোহম্মদ সিরাজের একটা বাউন্সার ঠিকভাবে খেলতে না পেরে মেজাজ হারিয়ে ফেলেন বেন স্টোকস। সিরাজের উদ্দেশে কিছু বলতে দেখা যায় তাকে। এ সময়ে এগিয়ে আসেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। এসেই স্টোকসের সঙ্গে জড়িয়ে পড়লেন তর্কে।

দুই জনের মধ্যে বেশ কিছুটা সময় ধরে চলে উত্তপ্ত বাক্য বিনিময়। আম্পায়ার এসে দুজনকে আলাদা করার চেষ্টা করলেও চলে এই তর্ক-বিতর্ক। স্টোকস-বিরাটের তর্ক দেখে হাসতে থাকেন উইকেটে থাকা ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। 

এই টেস্টে বুমরার জায়গায় দলে এসেছেন সিরাজ। তর্ক-বিতর্কের আগে সিরাজের বাউন্সারে আউট হয়ে ফেরত যান ইংল্যান্ড অধিনায়ক জো রুট। তারপরই ঘটে এই ঘটনা। যদিও সিরাজের বাকি তিনটি বল বাউন্ডারি পার করেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। 

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জো রুট। তৃতীয় সেশনের আগে ইংলিশরা ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলে। ইতিমধ্যে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত।

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি