৪ রানের আক্ষেপে পুড়লেন সুন্দর
প্রকাশিত : ১৩:০৮, ৬ মার্চ ২০২১
মাত্র ৪ রানের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় সুন্দরকে
আহমেদাবাদে আক্সার প্যাটেলকে নিয়ে আজ শনিবার তৃতীয় দিন শুরু করেন ওয়াশিংটন সুন্দর। অষ্টম উইকেটে ১০৬ রানের অনবদ্য জুটি গড়ে এগুচ্ছিলেন নিজের প্রথম সেঞ্চুরির লক্ষ্যেই। কিন্তু প্যাটেল ফিরে যেতেই সব আশা শেষ হয়ে যায়! সঙ্গীর ওভাবে মাত্র ৪ রানের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় সেঞ্চুরি বঞ্চিত সুন্দরকে।
এর আগে শুক্রবার দ্বিতীয় দিনে ১৪৬ রানের মাথায় পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়া ভারতের হাল ধরেন ঋষভ পান্ট ও ওয়াশিংটন সুন্দর। দুজনে মিলে গড়েন ১১৩ রানের সম্মান বাঁচানো জুটি। দিনের শেষ দিকে এসে বিদায় নেন ১১৮ বলে ১০১ রানের ইনিংস খেলা পান্ট। তবে লড়াই চালিয়ে যান সুন্দর। ৬০ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেন প্যাটেলকে সঙ্গী করে। যাতে সাত উইকেটে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৯৪ রান।
সেখান থেকে আজ খেলতে নেমে আরও ৭১ রান যোগ করে ভারত। ৪৩ রান করে প্যাটেল ফেরার পর রানের খাতাই খুলতে পারেননি ইশান্ত শর্মা আর মোহাম্মদ সিরাজ। যাতে ৩৬৫ রানে অলআউট হয়ে ১৬০ রানে লিড পায় ভারত। আর মাত্র চার রানের জন্য সেঞ্চুরি মিস হয় ২১ বছর বয়সী সুন্দরের। ১৭৪ বলে ৯৬ রান করে অপরাজিত ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
এর আগে রোহিত শর্মা ৪৯, চেতেশ্বর পূজারা ১৭ ও আজিঙ্কা রাহানের ব্যাট থেকে আসে ২৭ রান। শূন্য রানে ফিরে যান ওপেনার শুভমান গিল ও অধিনায়ক বিরাট কোহলি। সফল ইংলিশ বোলার বেন স্টোকস একাই নেন ৪টি উইকেট। এছাড়া জেমস অ্যান্ডারসন ৩টি ও জ্যাক লিচ ২টি উইকেট লাভ করেন।
এর আগে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে টস জিতে ব্যাট করতে নেমেছিল ইংলিশরা। আক্সার প্যাটেল (৪টি), অশ্বিন (৩টি) আর সিরাজের (২টি) বোলিং দাপটে প্রথম ইনিংসে ২০৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লাঞ্চের আগে বিনা উইকেটে ৬ রান তুললেও, মাঠে ফিরেই ইংলিশরা জোড়া উইকেট হারায় সেই অশ্বিনের স্পিনে। ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ এখন ১৭।
এনএস/