ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

প্রথম ম্যাচে সালমাদের বড় জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ৭ মার্চ ২০২১

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস নারী ইভেন্টের উদ্বোধনী ম্যাচে সহজ জয় পেয়েছে সালমাদের নীল দল। ১০ উইকেটে তারা বাংলাদেশ লাল দলকে হারিয়েছে। শনিবার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্ণামেন্টের নারী ইভেন্ট শুরু হয়। উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

সকাল সাড়ে ১০টায় খেলা শুরু হয়। এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সালমারা। ৫০ ওভারের ওয়ানডে খেলায় মাঠে নেমে ঝিলিক-অর্থীদের লাল দল সুবিধা করতে পারেনি। মাত্র ২৮ দশমিক ১ বলে সবগুলো উইকেট হারিয়ে ৬৩ রানে গুটিয়ে যায় লাল দল।

দলের পক্ষে জিন্নাত আসিয়া অর্থী ৫১ বল খেলে সর্বোচ্চ ২১ রান সংগ্রহ করেন। দ্বিতীয় সর্বোচ্চ করেন রুবাইয়া হায়দার ঝিলিক ৪৫ বলে ১০ রান। নীল দলের ফারিহা তৃষ্ণা আর সালমার বোলিং তোপে বাকিরা দ্রুত সাজঘরে ফেরেন।

১০ ওভারে ১৩ রান খরচ করে একাই ৬টি উইকেট তুলে নেন ফারিহা ইসলাম তৃষ্ণা। দলীয় অধিনায়ক সালমা ১৪ রান দিয়ে শিকার করেন ২টি উইকেট।

লাল দলের দেওয়া ৬৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই জয় নিশ্চিত করে সালমারা। মুর্শিদা খাতুন ৩৯ বলে ২৫ ও শামীমা সুলতানা ৫৭ বল খেলে ৩১ রান তুলেন। অতিরিক্ত যোগ হয় আরও ৪ রান।

আগামী ৮ মার্চ ম্যাচ খেলবে সবুজ দল-নীল দল ও ১০ মার্চ লাল দল-সবুজ দল। আর ১২ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্টের সবগুলো খেলা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ লাল দল: 
রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক), লতা মণ্ডল, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, জিন্নাত আসিয়া অর্থী, সুরাইয়া আজমিন, লাবনী আক্তার, পূজা চক্রবর্তী, লেকী চাকমা, রাবেয়া খাতুন, মর্জিনা আক্তার মিম, সাবাকুন নেহার চৈতি ও আফিয়া আনাম প্রত্যাশা।

বাংলাদেশ নীল দল: 
মুর্শিদা খাতুন, ফারজানা হক পিংকী, একা মল্লিক, শামিমা সুলতানা (উইকেটরক্ষক), ইশমা তানজিম, সালমা খাতুন (অধিনায়ক), সোবহানা মোস্তারি, জাহানারা আলম, রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণা, স্বর্ণা আক্তার, মুমতা হেনা হাসনাত, ফাল্গুনী চৌধুরী বন্যা, উন্নতি আক্তার, রেয়া আক্তার শিখা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি