ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রথম লিগ শিরোপা জয়ের স্বাদ পেলেন জাভি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ৮ মার্চ ২০২১

কাতারের আল সাদ ক্লাবের কোচ জাভি হার্নান্দেজের উদযাপন

কাতারের আল সাদ ক্লাবের কোচ জাভি হার্নান্দেজের উদযাপন

কাতারের আল সাদ ক্লাবের কোচ হিসেবে প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছেন জাভি হার্নান্দেজ। রোববার (৭ মার্চ) উম সালাল ক্লাবের বিপক্ষে আল সাদ ৩-০ গোলের জয় নিশ্চিত করে। 

এর মাধ্যমে চার ম্যাচ হাতে রেখে দ্বিতীয় স্থানে থাকা আল দুহাইল ক্লাবের থেকে ১৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে কিউএনবি স্টার্স লিগের শিরোপা জয় করে আল সাদ।

সম্প্রতি জাভির অধীনে ঘরোয়া কাপের শিরোপা জয় করেছে আল সাদ। ২০১৯ সালের মে মাসে আল সাদের কোচ হিসেবে যোগদানের পর এটি জাভির ষষ্ঠ শিরোপা। এর আগে গত বছর আল সাদ কাতার কাপ, সুপারকাপ, এমির কাপ ও স্টার্স কাপের শিরোপা জয় করেন স্প্যানিশ এই সাবেক তারকা।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি