ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সৌন্দর্য্যমন্ডিত কুইন্সটাউনে ফুরফুরে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫০, ১৩ মার্চ ২০২১ | আপডেট: ২১:৫২, ১৩ মার্চ ২০২১

তাসকিন আহমেদ, নাঈম শেখ ও আফিফ হোসেন

তাসকিন আহমেদ, নাঈম শেখ ও আফিফ হোসেন


নিউজিল্যান্ডের কুইন্সটাউনে দুই দিন টানা অনুশীলনের পর একদিন বিশ্রাম নিয়েছে বাংলাদেশ দল। মানসিকভাবে চাঙ্গা থাকতে পুরো দল ঘুরে বেড়িয়েছে প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত কুইন্সটাউনের দর্শনীয় স্থানগুলো। এ’সময় একটি লেকে আনন্দঘন সময় পার করেন টাইগাররা। শক্তিশালী স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগে ক্রিকেটারদের ফুরফুরে রাখতে টিম ম্যানেজমেন্টের এমন উদ্যোগ। 

এদিকে, ছুটির মেজাজে থাকলেও কিউইদের বিপক্ষে সাফল্য পেতে আত্মবিশ্বাসী তামিমবাহিনী। সিরিজের আগে নিজেদের প্রস্ততি নিয়ে সন্তষ্টির কথা জানান তাসকিন আহমেদ, নাঈম শেখ ও আফিফ হোসেন। 

শনিবার (১৩ মার্চ) এক ভিডিও বার্তায় তাসকিন আহমেদ বলেন, ‘১৪ দিনের কোয়ারেন্টাইন ভিন্নধর্মী অভিজ্ঞতা ছিল। সেটা শেষ করে দুই দিন অনুশীলন করেছি। অনুশীলন সুবিধাসহ সবকিছু অনেক সুন্দর। আজ ছুটি ছিল। দলের সবাই একটু মজা করলাম। খুব ভালো লাগছে। আশা করি সামনেও ভালোই যাবে।’

জাতীয় দলের হয়ে এবারই প্রথম সফর হলেও নিউজিল্যান্ডে আগেও আসা হয়েছে ওপেনার নাঈম শেখের। এখানকার কন্ডিশন তাই সমস্যা হচ্ছে না তার জন্যও। নাঈম বলেন, ‘ক্রাইস্টচার্চের উইকেটের চেয়ে কুইন্সটাউনের উইকেট আমার কাছে স্বস্তিজনক মনে হচ্ছে। অনুশীলন উপভোগ করার চেষ্টা করছি। এর আগেও এখানে আমি এসেছি। আমার জন্য এখানকার পরিস্থিতি, পরিবেশ সব স্বস্তিকর। উপভোগ করছি।’

করোনাকালে প্রথম বিদেশ সফরে প্রথমবারের মতো পূর্ণ কোয়ারেন্টাইন পালনের পরও স্বস্তি আফিফের কণ্ঠেও। খুশি নিউজিল্যান্ডে পাওয়া সুযোগ-সুবিধাতেও। তরুণ এই অলরাউন্ডার বলেন, ‘কোয়ারেন্টাইনের পর এই ভালো অনুশীলন সুবিধা আমাদের প্রস্তুতিতে অনেক সহায়তা করছে। ভালো উইকেট পাচ্ছি। গতকাল সেন্টার উইকেটে অনুশীলন করেছি। এগুলো প্রস্তুতিতে অনেক কাজে দিবে।’

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি