ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

হৃদয়ের ঝড়ো ফিফটিতে টাইগারদের বড় স্কোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ১৬ মার্চ ২০২১

তৌহিদ হৃদয়

তৌহিদ হৃদয়

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর এবার টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ এমার্জিং দল। আজ মঙ্গলবার মিরপুরে শুরু হওয়া এ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারালেও তৌহিদ হৃদয়ের ঝড়ো ফিফটিতে বড় স্কোর গড়েছে টাইগাররা।

মাত্র ২৮ বলে ফিফটি হাঁকানো হৃদয় এদিন ব্যাট হাতে ছিলেন সিদ্ধহস্ত। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে শেষ ওভারে গিয়ে আউট হওয়ার আগে করেন ৫৮ রান। তার এই ৩৪ বলের ইনিংসে ছিল ৭টি চার ও একটি ছক্কার মার। মূলত তার এই মারকুটে ইনিংসেই পৌনে দুইশ ছাড়ায় টাইগারদের স্কোর। নির্ধারিত ওভারে ৭ উইকেটে জমা হয় ১৮৪ রান।

এই চ্যালেঞ্জিং স্কোর গড়ার পথে অধিনায়ক সাইফ হাসানের ব্যাট থেকে আসে মূল্যবান ৪৮টি রান। ৩৬ বলের ইনিংসে পাঁচটি চারের সঙ্গে একটি ছক্কাও হাঁকান এই ওপেনার। এছাড়া ইয়াসির আলী ১৬ বলে ২২ রান ও শামিম পাটোওয়ারির ব্যাট থেকে আসে ১১ বলে ২৮ রান, চারটি বিশাল ছক্কা হাঁকান এই বাঁহাতি মারকুটে।

আইরিশদের পক্ষে পিটার চেজ দুটি এবং ডেলানি, আডায়ের, ক্যাম্ফার ও গেটকেট একটি করে উইকেট লাভ করেন।

এর আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই কোনও রান না করে ক্যাচ আউট হয়ে ফেরেন আনিসুল ইসলাম ইমন। স্পিনার ডেলানির করা প্রথম বলেই চার মেরে শুভ সূচনা করেন সাইফ। পরের বলে সিঙ্গেল নিয়ে ইমনকে স্ট্রাইক দিলে চতুর্থ বলেই ক্যাচ দিয়ে সাঝঘরে ফেরেন ইমন। 

এরপর গত ম্যাচের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয় এসে সাইফের সঙ্গে জুটি বাধার চেষ্টা করলেও পঞ্চম ওভারের প্রথম বলেই তা ভেঙে যায়। আইরিশ পেসার মার্ক আডায়েরের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন মাত্র ৮ রান করা জয়। ফলে ২৪ রানেই দ্বিতীয় উইকেট হারায় জুনিয়র টাইগাররা।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি