ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একমাত্র টি-টোয়েন্টিতে হারলো আয়ারল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ১৬ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর এবার টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে হারালো বাংলাদেশ এমার্জিং দল। আজ মঙ্গলবার মিরপুরে শুরু হওয়া ম্যাচটিতে ৩০ রানের জয় পেয়েছে সাইফ-হৃদয়ের দল। 

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারালেও তৌহিদ হৃদয়ের ঝড়ো ফিফটিতে বড় স্কোর গড়ে টাইগাররা। মাত্র ২৮ বলে ফিফটি হাঁকানো হৃদয় এদিন ব্যাট হাতে ছিলেন সিদ্ধহস্ত। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে শেষ ওভারে গিয়ে আউট হওয়ার আগে করেন ৫৮ রান। তার এই ৩৪ বলের ইনিংসে ছিল ৭টি চার ও একটি ছক্কার মার। মূলত তার এই মারকুটে ইনিংসেই পৌনে দুইশ ছাড়ায় টাইগারদের স্কোর। নির্ধারিত ওভারে ৭ উইকেটে জমা হয় ১৮৪ রান।

এই চ্যালেঞ্জিং স্কোর গড়ার পথে অধিনায়ক সাইফ হাসানের ব্যাট থেকে আসে মূল্যবান ৪৮টি রান। ৩৬ বলের ইনিংসে পাঁচটি চারের সঙ্গে একটি ছক্কাও হাঁকান এই ওপেনার। এছাড়া ইয়াসির আলী ১৬ বলে ২২ রান ও শামিম পাটোওয়ারির ব্যাট থেকে আসে ১১ বলে ২৮ রান, চারটি বিশাল ছক্কা হাঁকান এই বাঁহাতি মারকুটে।

আইরিশদের পক্ষে পিটার চেজ দুটি এবং ডেলানি, আডায়ের, ক্যাম্ফার ও গেটকেট একটি করে উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে শুরুতেই উইকেট হারানো আইরিশরা অলআউট হয় ১৫৪ রানে, ১১ বল বাকি থাকতেই। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান আসে লরকান টাকারের ব্যাট থেকে। এছাড়া স্টিফেন ডহেনি ২৯, গেটকেট ২৬ ও ক্যাপ্টেন হ্যারি টেকটর ২২ রান করেন। 

জুনিয়র টাইগারদের পক্ষে ২৮ রানের ৪টি উইকেট নিয়ে সফল বোলার সুমন খান। এছাড়া দুই স্পিনার আমিনুল ইসলাম ও তানভির ইসলাম ২টি করে ও সাইফ হাসান শামীম হোসাইন ১টি করে উইকেট লাভ করেন। যাতে ৩০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ বাহিনী। অন্যদিকে, একেবারেই খালি হাতে দেশে ফিরছে আয়ারল্যান্ড উলভস।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি