ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নবির অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ জয় আফগানিস্তানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ২০ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতেও আলো ছড়ালেন মোহাম্মদ নবি। অলরাউন্ড র‌্যাঙ্কিয়ের শীর্ষে থাকা এই তারকার নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে অনায়াস জয় পেয়েছে আফগানিস্তান। এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত হলো তাদের।

শুক্রবার (১৯ মার্চ) আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিনম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। ১৯৪ রানের লক্ষ্য তাড়ায় জিম্বাবুয়ে থামে ১৪৮ রানে। ফলে ৪৫ রানের জয় পায় আফগানরা। তাতে তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে আসগরের দল।

এদিন পাঁচ নম্বরে নেমে ঝড় তোলেন মোহম্মদ নবি। ১৫ বলে ৪০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন। পরে ৩ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নিয়ে তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক আসগর আফগান। দ্বিতীয় উইকেটে উসমান ঘানি এবং করিম জানাতের ১০২ রানের পার্টনারশিপ বড় রানের ভিত গড়ে দেয় আফগানদের। ৩৪ বলে ঘানি ৪৯ রানে আউট হলেও অর্ধশতরান পূর্ণ করেন জানাত।

৩৮ বলে জানাতের ৫৩ রানের ইনিংসে ছিল ৩টি চার এবং ৪টি ছয়। শেষদিকে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন অলরাউন্ডার মোহম্মদ নবি। মাত্র ১৫ বল খেলে ৪০ রান করেন তিনি। ২টি চার এবং ৪টি ছয়ে সাজানো ছিল নবির ইনিংস। অধিনায়ক আসগর অপরাজিত থাকেন ৭ বলে ১৪ রান করে। ২০ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৯৩ রান।

বড় রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৫৬ রানের মধ্যে পাঁচ উইকেট হারায় সফরকারী দল। আফগান বোলারদের আক্রমণে তাসের ঘরের মতো ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ। ষষ্ঠ উইকেটে ৬২ রান যোগ করে একটা শেষ চেষ্টা করেছিলেন মুতুম্বানি-রায়ান বুরি জুটি। মুতুম্বানিকে এলবিডব্লিউ করে তাদের ৬২ রানের জুটি ভাঙেন নবি।

মুতুম্বানি ২১ রান করে আউট হন। ২৯ বলে ৪০ রান করা বুরিকে ফেরান রশিদ খান। ওই ওভারে মাভুতা ও টিরিপানোকে ফিরিয়ে দেন আফগান লেগ স্পিনার। শেষ পর্যন্ত ১৭.১ ওভারে ১৪৮ রানেই শেষ হয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। 

৩০ রান দিয়ে ৩ উইকেট নেন রশিদ খান। আর মোহম্মদ নবি নেন ২টি। এছাড়া হামজা, ফরিদ ও জানাত একটি করে উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর-

আফগানিস্তান : ২০ ওভারে ১৯৩/৫ (গুরবাজ ৯, গনি ৪৯, জানাত ৫৩, জাদরান ১২, নবি ৪০, আসগর ১৪*, রশিদ ৯*; রাজা ৩-০-২৬-০, এনগারাভা ৪-০-৩১-১, মুজারাবানি ৪-০-৪৪-২, মাভুতা ৩-০-৪২-০, টিরিপানো ২-০-৩০-১, উইলিয়ামস ২-০-১৩-০, বার্ল ২-০-৭-১)।

জিম্বাবুয়ে : ১৭.১ ওভারে ১৪৮ (কামুনহুকামউই ০, মুসাকান্দা ২২, উইলিয়ামস ৯, মাধেভেরে ৭, রাজা ১৫, মুতুমবামি ২১, বার্ল ৪০, টিরিপানো ২৪, মাভুতা ০, মুজারাবানি ০, এনগারাভা ০*; নাভিন ৩-০-২৮-২, নবি ৩-০-২০-২, হামজা ২-০-১৭-১, ফরিদ ৩-০-২১-১, জানাত ৩.১-০-২৭-১, রশিদ ৩-০-৩০-৩)।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শনিবার মুখোমুখি হবে দুই দল।
এএইচ/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি