ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

হতাশজনক হার নিয়ে যা বললেন তামিম ইকবাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৮, ২০ মার্চ ২০২১

তামিম ইকবাল খান

তামিম ইকবাল খান

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দলের ব্যাটসম্যানদের পারফরমেন্সে হতাশ বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটসম্যানদের ব্যর্থতাতেই এমন হার দেখতে হয়েছে উল্লেখ করে তামিম বলেন, গুরুত্বপূর্ণ সময়ে তারা উইকেট বিলিয়ে দেয়াটাই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।

সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ৪১ দশমিক ৫ ওভারে ১৩১ রানে অলআউট হয় বাংলাদেশ। ১৩২ রানের টার্গেট স্বাগতিকদের জন্য কঠিন কিছু ছিলো না। মাত্র ২১ দশমিক ২ ওভারেই টার্গেট ছুঁয়ে ফেলে নিউজিল্যান্ড।

ডুনেডিনে ইউনিভার্সিটি ওভালে ম্যাচ শেষে তামিম বলেন, ‘বেশ কিছু সহজ আউটের ঘটনা ঘটেছে। কোনও সন্দেহ নেই, তারা খুবই ভালো বল করেছে। কিন্তু আমাদের নিজেদেরই দোষ দিতে হবে।’

বাংলাদেশ ক্যাপ্টেন আরও বলেন, ‘আমরা আমাদের ব্যাটিং নিয়ে গর্ববোধ করে থাকি, কিন্তু আজ সেটা যথেষ্ট ছিলো না।’

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে পাঁচদিনের অনুশীলন ক্যাম্প ও নিজেদের মধ্যে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলে বাংলাদেশ। কোয়ারেন্টাইন থাকাকালীন ছোট-ছোট গ্রুপে অনুশীলনও করেছে তারা। তবে অনেকেই বলেছেন, এই দলের বিপক্ষে প্রস্তুতি যথেষ্ট ছিলো না। নিজেদের কন্ডিশনে অন্যতম শক্তিশালী দল কিউই। তবে তামিম জানান, পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই তারা খেলতে নেমেছিলেন।

ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমরা এখানে বেশ কয়েকদিন ছিলাম। নিজেদের প্রস্তুতি নিয়ে কোনও অভিযোগ করতে পারি না। এটি আমাদের কাছে নতুন কিছু নয়, আমরা কি আশা করি, তা জানি এবং আমরা আরও ভালো পারফরমেন্স করার আশা করি।’

লজ্জাজনক হারের ম্যাচে একটি ইতিবাচক দিক ছিলো বাংলাদেশের। অভিষেক ম্যাচ খেলতে নামা মেহেদি হাসান ব্যাট হাতে ১৪ রান করেছেন। তার ছোট ইনিংসে একটি করে চার ও ছক্কা ছিলো। বল হাতেও ভালো করেছে সে। তাই মেহেদির প্রশংসা করেছেন তামিম।

তামিম বলেন, ‘মেহেদির প্রথম শটটি দারুন ছিলো। সে এভাবে খেলতে পারলে, খুশী হতাম। সে ভালো বোলিং করেছে, সে তার সামর্থ্যের প্রমাণ দিয়েছে।’

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি