ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিজেদের ভুলে পয়েন্ট হারালো ফ্রান্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ২৫ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জিততে পারেনি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স। এই ম্যাচে দুটি গোল করে ফ্রান্স। এর বিপরীতে একটি গোলও করতে পারেনি ইউক্রেন। তবুও পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ফ্রান্সকে। কেননা ফ্রান্স একবার ইউক্রেনের জালে বল জড়িয়েছে, আরেকবার নিজেদের জালে।

বুধবার রাতে ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। গ্রিজমানের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর প্রিসনেল কিমপেম্বের আত্মঘাতী গোলে সমতায় ফেরে ইউক্রেন।

পুরো ম্যাচে ১৮টি শট নিলেও মাত্র ৩টি লক্ষ্যে রাখতে পারে দিদিয়ে দেশমের শিষ্যরা। কিলিয়ান এমবাপে, অলিভিয়ে জিরুদ নষ্ট করেন সুযোগ বেশ কয়েকটি সুযোগ।

ম্যাচের ১৯তম মিনিটে গ্রিজমানের চমৎকার গোলে এগিয়ে যায় ফ্রান্স। ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে লক্ষ্য ভেদ করেন বার্সেলোনা ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে গ্রিজমানের গোল হলো ৩৪টি। এর মধ্য দিয়ে তিনি ছুঁয়ে ফেলেছেন ফ্রান্সের হয়ে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা ডেভিড ত্রেজেগিকে। ৫১ গোল নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন থিয়েরে অঁরি।

এরপর আরও সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি ফ্রান্স। অলিভার জিরোড ও বেঞ্জামিন পাভার্ড গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্রান্সের রক্ষণে চাপ বাড়ায় ইউক্রেন। ফলে ৫৭তম মিনিটের মাথায় ম্যাচে ফেরে ইউক্রেন। এ সময় সার্গি সাইডরচুকের নেওয়া শট ফ্রান্সের কিমপেম্বের পায়ে লেগে জালে আশ্রয় নেয়। তাতে ম্যাচে ফেরে সমতা।

সমতা ভাঙার জন্য দেশম দ্বিতীয়ার্ধে পল পগবা ও উসমান দেম্বেলেকেও মাঠে নামান। কিন্তু তারা সমতা আর ভাঙতে পারেনি। ফলে পয়েন্ট হারিয়ে মাঠ ত্যাগ করতে হয়েছে দেশমের শিষ্যদের।

এদিনের অপর ম্যাচে ফিনল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বসনিয়া-হার্জেগোভিনা। তাতে ১ ম্যাচ শেষে ১ পয়েন্ট সংগ্রহ করে ফ্রান্স আছে চতুর্থ স্থানে। আগামী রোববার কাজাখস্তান এবং এর তিন দিন পর বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে খেলবে ফ্রান্স।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি