ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দেশে ফিরছেন তামিম ও হাসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৪, ২৭ মার্চ ২০২১

তামিম ইকবাল ও হাসান মাহমুদ

তামিম ইকবাল ও হাসান মাহমুদ

ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। এজন্য তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্বান্ত নিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। হাসানের সঙ্গে দেশে ফিরছেন তামিম ইকবালও। ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না ওয়ানডে অধিনায়ক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন হাসান ও তামিম।

এক বিবৃতিতে বিসিবি জানায়, ‘রোববার থেকে কিউইদের বিপক্ষে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের আগে ফিটনেস ফিরে না পাওয়ায় নিউজিল্যান্ড থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ।’

আরও জানানো হয়, ‘ডুনেডিনে প্রথম ওয়ানডের পর ইনজুরির কারণে দলের সাথে অনুশীলন বা খেলেননি ২১ বছর বয়সী পেসার হাসান। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। বিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে তার পর্যবেক্ষণ চলবে।’

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি