ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভাগ্য পরিবর্তনে সকালে মাঠে নামছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৯, ২৭ মার্চ ২০২১

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ

Ekushey Television Ltd.

ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে রোববার (২৮ মার্চ) সকালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। হ্যামিল্টনের সেডন পার্কে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর, এবার টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। কারণ টি-টোয়েন্টি ফরম্যাটে বড় দল-ছোট দলের মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না।

সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘ওয়ানডে ফরম্যাটে আমরা যেভাবে খেলেছি, তাতে হতাশ।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের সামর্থ্য অনুযায়ী ওয়ানডে সিরিজে পারফরমেন্স করতে পারিনি। টি-টোয়েন্টি এমন এক ফরম্যাট, যেখানে বড়-ছোট দলের মধ্যে কোনও পার্থক্য নেই। কোনও নির্দিষ্ট দিনে টি-টোয়েন্টি ক্রিকেটে পারফর্ম করা গুরুত্বপূর্ণ, র‍্যাঙ্কিং যাই হোক না কেন। যদি এক বা দু’জন খেলোায়াড় পারফর্ম করে এবং আমরা যদি দল হিসেবে খেলতে পারি, বোলিং-ফিল্ডিংয়ে ভালো করা যায়, তবে এই ফরম্যাটে আমরা যে কোনও দলকে হারাতে পারবো। এটাই আমরা বিশ্বাস করি।’

যদিও নিউজিল্যান্ডকে হারানোর ব্যাপারে আশাবাদী মাহমুদুল্লাহ। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটের পারফরমেন্স তাদের পক্ষে কথা বলছে না।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ৯৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় ৩২টি, হার ৬২টি এবং ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আর নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচ খেলে এখনও জয়হীন বাংলাদেশ।

নিউজিল্যান্ডের মাটিতে এখনও কোনও ফরম্যাটেই জয় পায়নি বাংলাদেশ। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের ফলে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের হার এখন ২৯টি ম্যাচে (১৬টি ওয়ানডে, ৯টি টেস্ট ও ৪টি টি-টোয়েন্টি)।

মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘আমরা জানি, নিউজিল্যান্ডের কন্ডিশন আমাদের জন্য সবসময়ই চ্যালেঞ্জিং। ওয়ানডে সিরিজে আমরা তা দেখেছি। তারা তাদের কন্ডিশনকে ভালোভাবে কাজে লাগিয়েছে, আমরা করতে পারিনি।’

মাহমুদুল্লাহর মতে, ওয়ানডে সিরিজে ব্যাটিংই তাদের হতাশ করেছে। তিনি বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করতে পারিনি। আমাদের বোলাররা ভালো করেছে। আমরা কিছু ভুল করেছি, তাই ম্যাচের ফল আমাদের পক্ষে আনা সম্ভব হয়নি।’

তিনি জানান, ওয়ানডে সিরিজের দুঃস্মৃতি ভুলে ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারলে টি-টোয়েন্টি সিরিজ জিততে পারে বাংলাদেশ।

মাহমুদুল্লাহ বলেন, ‘যদি আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারি, তবে ম্যাচের ফলাফল আমাদের পক্ষে আনা সম্ভব। আমি বিশ্বাস করি, আমাদের এখানে জয়ের ক্ষুধা রয়েছে। আমরা জয়ের জন্য মুখিয়ে আছি। আশা করি, আমরা কাল ক্রিকেটটাই খেলতে পারবো।’

অন্যদিকে বেশকিছু নিয়মিত খেলোয়াড় ছাড়াই টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে নিউজিল্যান্ড। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, জিমি নিশাম, মিচেল স্যান্টনার এবং টিম সেইফার্ট টি-টোয়েন্টি সিরিজের দলে নেই। আইপিএল কারণে তাদেরকে বিশ্রাম দেয়া হয়েছে। তারপরও তাদের অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। উইলিয়ামসনের পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন টিম সাউদি। অভিজ্ঞদের মধ্যে দলে আছেন কেবল মার্টিন গাপ্টিল ও ইশ সোধি।

বেশ কিছু নতুন মুখ নিয়ে মাঠে নামলেও, তারপরও তারা কঠিন প্রতিপক্ষ। কারণ তাদের ফিল্ডিং-ব্যাটিং বেশ শক্তিশালী। অন্যদিকে, পুরো ওয়ানডে সিরিজে বাংলাদেশের ফিল্ডিং ছিলো যাচ্ছেতাই। পাঁচটি ক্যাচ ফেলেছে তারা। এতে নিউজিল্যান্ডের জন্য সিরিজ জয় সহজ আরও সহজ হয়েছে।

ফিল্ডিংয়ে নিজেদের ভুলকে শুধরে নিয়ে, টি-টোয়েন্টিতে ভালো করতে প্রত্যয়ী অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি