ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কষ্টের জয় জার্মানির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ২৯ মার্চ ২০২১

বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে উড়ন্ত জয়ের পর রোমানিয়ার বিপক্ষে কষ্ট করে জিততে হলো জার্মানিকে। অনেক সুযোগ নষ্টের পর জিনাব্রির গোলে রোমানিয়াকে হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এনিয়ে টানা দ্বিতীয় জয় পেল জোয়াকিম লো’র দলটি। প্রথম ম্যাচে এই দলটিই আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছিল।

রোববার (২৮ মার্চ) রাতে তারা ‘জে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোমানিয়াকে হারিয়েছে ১-০ গোলে। জার্মানির হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন সার্জি জিনাব্রি।

রোমানিয়ার মাঠে ম্যাচের ১৬ মিনিটে জয়সূচক গোলটি করেন জিনাব্রি। ৭ গজ দূর থেকে শট নিয়ে বল জালে জড়ান তিনি। এর চার মিনিট পর ব্যবধান বাড়তে পারতো; কিন্তু জসুয়া কিমিচের জোরালো শট পোস্টে লাগে। প্রথমার্ধে ভালো একটি সুযোগ নষ্ট করেন বায়ার্ন মিডফিল্ডার জিনাব্রি।

৫৭তম মিনিটে প্রতিপক্ষের সীমানায় আবারও ভীতি ছড়ান জিনাব্রি। বল পায়ে দ্রুত এগিয়ে ডিফেন্ডারকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে শট নেন তিনি। বাঁ দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক ফ্লোরিন নিতা। পাঁচ মিনিট পর জিনাব্রির গোলমুখে বাড়ানো বল আয়ত্ত্বে পেয়েও ঠিকমতো বলে পা লাগাতে ব্যর্থ হন লেরয় সানে।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে জার্মানি। আর ২ ম্যাচ থেকে সমান ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্মেনিয়া।

আগামী বুধবার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি হবে জার্মানরা। অন্যদিকে রোমানিয়া মুখোমুখি হবে আর্মেনিয়ার।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি