ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জাকিরের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে সিলেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ২৯ মার্চ ২০২১

জাকির হাসান

জাকির হাসান

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ ২০২০-২১ এর দ্বিতীয় রাউন্ডের এক ম্যাচে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের ২নং মাঠে লড়ছে সিলেট ও ঢাকা। টস জিতে আগে ব্যাটিং করতে নামা সিলেট প্রথম দিনেই নিজেদেরকে শক্ত অবস্থানে নিয়ে গিয়েছে। দিনশেষে ৬ উইকেট হারিয়ে তুলেছে ২৮২ রান। 

শুরুতেই সুমন খান ও সালাহউদ্দিন শাকিলের বোলিং তোপে ৫০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলা দলটির হাল ধরেন জাকির হাসান ও জাকের আলি অনিক। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ১৫৫ রান। ৬৭ রান করা অনিক আউট হন শুভাগত হোমের শিকার হয়ে। তিনি করেন ১৫৩ বলে ৬৭ রান।

আগের ম্যাচেও সেঞ্চুরি করা জাকির সেই ধারাবাহিকতা বজায় রেখে এই ম্যাচে করেছেন ১৫৯ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার সপ্তম সেঞ্চুরি। শুভাগতর দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে জাকির হাঁকান ১৭টি চার ও ২টি ছক্কা। এই ইনিংস খেলতে তিনি খরচ করেন ২২৮টি বল।

দিন শেষে সিলেটের সংগ্রহ ৯০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৮২ রান। ক্রিজে অপরাজিত আছেন আসাদুল্লা আল গালিব ২৪ রানে ও অধিনায়ক এনামুল হক জুনিয়র শূন্য রানে। ঢাকার পক্ষে শুভাগত হোম ৩টি ও সুমন খান ২টি উইকেট লাভ করেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি