ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

৬ বলে ৬ ছক্কার রেকর্ড গড়লেন পেরেরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৮, ২৯ মার্চ ২০২১

থিসারা পেরেরা

থিসারা পেরেরা

Ekushey Television Ltd.

শ্রীলংকার প্রথম ক্রিকেটার হিসেবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কার রেকর্ড গড়লেন অলরাউন্ডার থিসারা পেরেরা। রোববার (২৮ মার্চ) রাতে শ্রীলংকার ঘরোয়া ক্রিকেটে লিস্ট ‘এ’ ক্রিকেটে এমন কীর্তি গড়েন পেরেরা। মেজর ক্লাব টুর্নামেন্টের খেলা ছিলো সেটি।

শ্রীলংকান আর্মি স্পোর্টস ক্লাবের হয়ে খেলতে নামেন পেরেরা। ৪১ ওভারের ম্যাচে ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পেরেরার দল। ৩৭ দশমিক ৪ ওভারে তৃতীয় উইকেট পতনের পর ব্যাট হাতে ক্রিজে যান পেরেরা। তখনও বাকী ছিলো ইনিংসের ২০টি বল।

ইনিংসের শেষ ওভারে ডানহাতি অফ-স্পিনার দিলহান কোরির ছয় বলে ছয় ছক্কা হাঁকান পেরেরা। ১৩ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করে ৮টি ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া দলের পক্ষে আসান বান্দিকা ১২৪ ও হামিশা লিয়ানাগে অপরাজিত ১০১ রান করেন। যাতে পেরেরার দল করে ৩ উইকেটে ৩১৮ রান।

যদিও পরবর্তীতে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। তবে হারের মুখেই ছিলো ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাব। ১৭ ওভারে ৬ উইকেটে ৭৩ রান তুলেছিলো তারা।

এদিকে, ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে নবম ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ছয় ছক্কা মারলেন পেরেরা। সর্বশেষ গত ৪ মার্চ ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লংকান স্পিনার আকিলা ধনাঞ্জয়াকে ছয় বলে ছয় ছক্কা মারেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড।

এর আগে ইতিহাসে প্রথমবার ১৯৬৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স। এরপর ভারতের সাবেক অলরাউন্ডার ও বর্তমান কোচ রবি শাস্ত্রী (প্রথম শ্রেণির ক্রিকেটে), হার্শেল গিবস, যুবরাজ সিং, ইংল্যান্ডের রস হোয়াইটলি (ঘরোয়া টি-টোয়েন্টি), আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই (ঘরোয়া টি-টোয়েন্টি), নিউজিল্যান্ডের লিও কার্টার (ঘরোয়া টি-টোয়েন্টি) ও পোলার্ড (আন্তর্জাতিক টি-টোয়েন্টি) ছয় বলে ছয় ছক্কা মারেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি