ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনায় আক্রান্ত শচীন হাসপাতালে ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ২ এপ্রিল ২০২১ | আপডেট: ১৫:২৪, ২ এপ্রিল ২০২১

ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার হাসপাতালে ভর্তি হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এক সপ্তাহ পর মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ বিষয়ে তিনি লিখেছেন, ‘দোয়া ও আর্শিবাদের জন্য সবাইকে ধন্যবাদ। ডাক্তারি পরামর্শ আরও ভালোভাবে পেতে বাড়তি সাবধানতার জন্য হাসপাতালে ভর্তি হয়েছি আমি। আশা করি খুব দ্রুতই বাড়ি ফিরতে পারব। নিজের যত্ন নিন এবং সবাই নিরাপদে থাকুন। সব ভারতীয় নাগরিক এবং আমার সতীর্থদের বিশ্বকাপ জয়ের দশ বছর পূর্তি উপলক্ষ্যে শুভেচ্ছা ও অভিনন্দন।’

গত মাসে হওয়া রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নিয়ে সবার আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শচীন। এরপর একে একে ইউসুফ পাঠান, সুব্রিমানিয়াম বদ্রিনাথ এবং ইরফান পাঠানও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি