ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শুটিংয়ের স্বর্ণ জিতলেন আমিরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ৩ এপ্রিল ২০২১

আমিরা হামিদ

আমিরা হামিদ

বাংলাদেশ অলিম্পিক এসোসিশেন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস-এর শুটিং ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন আমিরা হামিদ। 

শুক্রবার (২ এপ্রিল) শুটিং স্পোর্ট ফেডারেশনে অনুষ্ঠিত নারীদের ৫০ মিটার রাইফেল প্রোণ জুনিয়রে ৫৭৬ স্কোর করে স্বর্ণপদক জিতে নেন গুলশান শুটিং ক্লাবের এই শুটার।

ইভেন্টটিতে আমিরার থেকে এক পয়েন্ট কম অর্থাৎ ৫৭৫ স্কোর করে রৌপ্য জিতেছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের মায়েদা মুমতাহিনা এবং ৫৫৭ স্কোর করে ব্রোঞ্জপদক পেয়েছেন একই ক্লাবের তৌফিকা সুলতানা রজনী।

অন্যদিকে ১০ মিটার এয়ার রাইফেল পুরুষ বিভাগে স্বর্ণ জিতেছেন মো. ইউসুফ আলী (আর্মি শুটিং অ্যাসোসিয়েশন), রৌপ্য জেতেন রিসালাতুল ইসলাম (নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব)এবং ব্রোঞ্জ পান আবদুল্লাহ হেল বাকি (নেভি শুটিং ক্লাব)।

১০ মিটার এয়ার রাইফেল পুরুষ জুনিয়রে স্বর্ণ গেছে অর্নব শারার লাদিফের (নেভী শুটিং ক্লাব) ঘরে। রৌপ্য জিতেছেন মো. তামজিদ বিন আলম (আর্মি শুটিং এসোসিয়েশন) এবং ব্রোঞ্জ জিতেছেন একই দলের সাকিবুল আলম আলামিন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি