ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নেইমারের লালকার্ডের ম্যাচে পিএসজির হার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০২, ৪ এপ্রিল ২০২১

ইনজুরি থেকে ফিরে শুরুটা ভালো হলো না নেইমারের। ব্রাজিল তারকার লাল কার্ড দেখার দিনে তার দল প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) তাদের মাঠেই হারিয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে লিলে।

প্যারিসে স্থানীয় সময় শনিবার বিকেলের ম্যাচটিতে জোনাথন ডেভিডের স্কোরিং শটে ১-০ গোলে হেরেছে মাওরিসিও পচেত্তিনোর দল। শেষ দিকে তো উত্তেজনা ছড়িয়ে দুই দলই পরিণত হয় ১০ জনে। পিএসজির হয়ে লাল কার্ড দেখেন নেইমার আর লিলের হয়ে ডিফেন্ডার থিয়াগো।

এর আগে গত ডিসেম্বরে প্রথম দেখায় লিলের মাঠে গোলশূন্য ড্র করেছিল পিএসজি। ফলে দুই লেগ মিলিয়েও ০-১ ব্যবধানেই হেরেছে নেইমার, কিলিয়ান এমবাপ্পের দল।

পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে আধিপত্য করলেও সুযোগ নষ্ট করে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি শিরোপাধারীরা। দুর্দান্ত নৈপূণ্যে নেইমার, এমবাপ্পেদের সামনে রীতিমত বাধার দেয়াল হয়ে ছিলেন প্রতিপক্ষ গোলরক্ষক মাইক মিয়াঁ। 

সপ্তম মিনিটে ভালো একটি সুযোগ হারান নেইমার। বাঁ দিকের বাইলাইনের কাছে একজনকে কাটিয়ে ক্রস বাড়ান এঞ্জেল ডি মারিয়া। বক্সের সামনে ছয় গজ দূরে শুয়ে পড়ে নেইমারের নেওয়া বাঁ পায়ের শট পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়। 

এরপর ১৫তম মিনিটে এমবাপ্পের প্রচেষ্টাও রুখে দেন গোলরক্ষক মাইক। ফরাসি ফরোয়ার্ডের ডি-বক্সে ঢুকে নেয়া বাঁ পায়ের শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান মাইক। তবে ২০তম মিনিটে পাল্টা আক্রমণে প্রথম সুযোগ পেয়েই এগিয়ে যায় লিলি। সতীর্থের পাস ডি-বক্সে পান অরক্ষিত ডেভিড। কানাডার এই ফরোয়ার্ডের ডান পায়ের জোরালো শট একজনের পায়ে লেগে জাল খুঁজে নেয়।

২৭তম মিনিটে গোলরক্ষকের দৃঢ়তায় আরেকবার বেঁচে যায় সফরকারীরা। ডি-বক্সের ভেতর জটলা থেকে মোইজে কিনের নেয়া শট আবারও ঠেকিয়ে দেন মাইক। পড়ে ৬১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেইমারের আরেকটি শট ফেরান গোলরক্ষক। 

তবে ৭৯তম মিনিটে এসে প্রতিপক্ষের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস। পরে নির্ধারিত সময়ের শেষ মিনিটে লিলের ডিফেন্ডার তিয়াগোর চ্যালেঞ্জে পড়ে যান নেইমার। মাঠের বাইরে তিয়াগোকে ধাক্কা মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ব্রাজিল তারকা। এটা নিয়েই ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে তিয়াগোকেও লাল কার্ড দেখান রেফারি। তাতে অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে সমস্যা হয়নি লিলের। 

৩১ ম্যাচে ১৯ জয় ও ৯ ড্রয়ে লিলের পয়েন্ট এখন ৬৬। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল পিএসজি। ফ্রেঞ্চ জায়ান্টদের থেকে ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে আছে মোনাকো।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি