ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফিরলেন সাকিব, কেমন হচ্ছে কলকাতার একাদশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ৪ এপ্রিল ২০২১

কেকেআরে সাকিব আল হাসান

কেকেআরে সাকিব আল হাসান

বাকি আর মাত্র কয়েকটা দিন। তার পরেই শুরু এবারের ধুন্ধুমার আইপিএল। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। এরইমধ্যে দল গুছিয়ে নিয়েছে কলকাতা। দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও হরভজনের মতো অভিজ্ঞরা। 

এখন প্রশ্ন উঠেছে- কেমন হতে পারে নাইটদের প্রথম একাদশ? চলুন দেখে নেয়া যাক-

শুভমান গিল: তরুণ এই ওপেনার গত বারের আইপিএল-এ ছিলেন সবচেয়ে বেশি রান সংগ্রাহক। এবারেও তাঁর ব্যাটে নিয়মিত রান চাইবে কলকাতা।

রাহুল ত্রিপাঠি: গত আইপিএল-এ শুভমানের সঙ্গী বেছে উঠতে পারেনি কলকাতা। এবারে রাহুলকে নিয়মিতভাবে ওপেনে নামিয়ে দেখে নিতে চাইবে কেকেআর। অতীতে আইপিএল-এ ওপেনার হিসেবে নিজেকে বহুবার মেলে ধরেছেন রাহুল।

নীতীশ রানা: তাঁর ব্যাট থেকেও নিয়মিত রান এসেছিল সংযুক্ত আরব-আমিরাতের মাঠে। দরকার অনুযায়ী রানের গতি বাড়াতেও পারদর্শী রানা।

ইয়ন মরগান: শুরু থেকেই অধিনায়কের দায়িত্ব তাঁর কাঁধে। বিশ্বকাপজয়ী ইংলিশ অধিনায়ক তিনি। আইপিএল জয়ের জন্য তাঁর দিকেই তাকিয়ে কলকাতা সমর্থকরা।

দীনেশ কার্তিক: অধিনায়ক নন, এবার তিনি শুধুই উইকেটরক্ষক। ব্যাট হাতে খোলা মনে ঝড় তুলতে পারেন। তবে গতবারের আইপিএল-এ নেতৃত্ব ছাড়ার পরেও সেইভাবে নজর কাড়তে পারেননি কার্তিক।

সাকিব আল হাসান: ফের নাইটদের দলে ভিড়লেন সাকিব। ২০১৯ বিশ্বকাপের মঞ্চে নিজেকে ব্যাট হাতে মেলে ধরেছিলেন। দরকারে ওপরের দিকেও ব্যাট করতে পারবেন। বাঁহাতি স্পিন দলে বৈচিত্র্যও নিয়ে আসবে।

আন্দ্রে রাসেল: ব্যাটে-বলে বার বার ব্যর্থ হয়েছেন কলকাতার হয়ে। চোটের জন্য ভুগেছেন তিনি। এবার কী পারবেন দলকে জয়ের পথে নিয়ে যেতে?

প্যাট কামিন্স: বিশ্বের অন্যতম সেরা পেসার তিনি। গতবার ১৪ ম্যাচে নিয়েছিলেন ১২টি উইকেট। এবারেও বল হাতে শুরুতে ধাক্কা দিতে তাঁর দিকেই তাকিয়ে থাকবে দল।

হরভজন সিং: সুনীল নারাইনের স্পিন রহস্য ফাঁস করে ফেলেছে বহু দল। ব্যাট হাতে আর চমকও নন তিনি। তাইতো ২ কোটি টাকা দিয়ে পঞ্জাবের এই স্পিনারকে দলে নিয়েছে কলকাতা। নিজের শতভাগ উজাড় করে দেবেন বলেই জানিয়েছেন ভাজ্জি।

প্রসিদ্ধ কৃষ্ণ: ভারতীয় দলে অভিষেক হয়েছে কিছু দিন আগে। সেই অভিজ্ঞতা যে আইপিএলেও কাজে লাগবে, তা বলাই বাহুল্য।

শিবম মাভি: গত আইপিএল-এ নজর কেড়েছিলেন। ৮ ম্যাচে নিয়েছিলেন ৯টি উইকেট। কেকেআর দলের ভারতীয় পেসারদের মধ্যে তিনিই ছিলেন সেরা। এবার পারবেন নিজের সেই ছন্দ ধরে রাখতে!

অর্থাৎ সম্ভাব্য একাদশটা হতে পারে এমন-
শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, হরভজন সিং, প্রসিদ্ধ কৃষ্ণ ও শিবম মাভি।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি