ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রফির লক্ষ্যে পাকিস্তানের শুভ সূচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ৭ এপ্রিল ২০২১

ফখর জামান ও ইমাম উল হক

ফখর জামান ও ইমাম উল হক

Ekushey Television Ltd.

১-১ সমতা নিয়ে আজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি পাকিস্তান। অঘোষিত ফাইনালে রূপ নেয়া এই ম্যাচে জিতে ট্রফি ঘরে তোলার লক্ষ্য নিয়ে বুধবার টস হেরে ব্যাটে নেমে শুভ সূচনাই করেছে পাকিস্তান।

১৮ ওভারে তাদের সংগ্রহ বিনা উইকেটে ১০০ রান। ৬০ বলে ফিফটি তুলে নিয়ে ইমাম উল হক ৫১ রানে এবং ফখর জামান ৪২ রানে ক্রিজে আছেন।

সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। আইপিলের কারণে এদিন দক্ষিণ আফ্রিকা দলে নেই গত ম্যাচে হওয়া বিতর্কের নায়ক কুইণ্টন ডি কক ছাড়াও মিলার, রাবাদা, নর্টজে ও এনগিদি। এছাড়া, ইনজুরির কারণে মাঠের বাইরে ফর্মে থাকা ভন ডার ডুসেন।

অন্যদিকে, পাকিস্তান একাদশেও আছে পরিবর্তন। এদিন অভিষেক হচ্ছে কিংবদন্তী স্পিনার আব্দুল কাদিরের পুত্র লেগস্পিনার উসমান কাদিরের। গ্লাভস হাতে ফিরেছেন সরফরাজ আহমেদ। এছাড়া আরও দুটি পরিবর্তন নিয়ে নেমেছে পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: জানেমান মালান, এইডেন মার্করাম, জন-জন স্মাটস, টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইন, হেনরিক ক্লাসেন, আন্দিলে ফেহলুখায়ো, কেশভ মহারাজ, ড্যারিন দুপাভিয়ন, বিউরেন হেনড্রিকস, লুথো সিপামলা।

পাকিস্তান একাদশ: ইমাম উল হক, ফাখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলি, শাহীন শাহ আফ্রিদি, উসমান কাদির, হারিস রউফ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি