ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফখর-বাবরের ব্যাটে পাকিস্তান ৩২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ৭ এপ্রিল ২০২১ | আপডেট: ১৯:০৭, ৭ এপ্রিল ২০২১

পাকিস্তানের ইনিংসের সমাপ্তিটা কী চমকপ্রদভাবেই না হলো। প্রথম দিকের খেলা দেখে মনে হয়েছিল তাদের স্কোর ৩৩০+ হতে যাচ্ছে। পরে মিডল অর্ডারে ধস নামায় মনে হল যে, তিনশ করতেই ভাগ্যের সাহায্য দরকার। কিন্তু শেষমেশ ৭ উইকেটে ৩২০ তুলতে সক্ষম হয়েছে দলটি।

বাবর আযমের ইনিংসটি ছিল অধিনায়কোচিত মাস্টারক্লাস। ৮২ বলে ৭টি চার ও ৩ ছক্কায় ৯৪ রানের অনিন্দ্য সুন্দর ইনিংস খেলেছেন তিনি। আর টানা দ্বিতীয় সেঞ্চুরি হাকিয়েছেন ফখর জামান। ১০৪ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ১০২ করে আউট হন এই অপেনার। তবে হাসান আলীর অবিশ্বাস্য ১১ বলে ৩২ রানের অপরাজিত ইনিংসটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। চারটি ছক্কা ও একটিমাত্র চারে সাজানো ইনিংসটি আশ্চর্যজনক প্রেরণা দিয়েছে। 

পেস সমৃদ্ধ প্রোটিয়া বোলাদের মধ্যে এদিন স্পিনাররাই রাজত্ব করেন। ৪৫ রান দিয়ে ৩ উইকেট নেয়া কেশব মহারাজই ছিলেন সেরা বোলার। ৪৮ রানে ২ উইকেট নিয়ে খুব বেশি পিছিয়ে ছিলেন না মার্করাম। শুরুতে, মধ্যভাগে এবং ডেথ ওভারে যে বোলিং তিনি করেছেন আজ, তা পার্ট টাইম বোলার হিসেবে তার পক্ষে অসামান্য।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি