ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারো পাকিস্তান ফুটবলকে নিষিদ্ধ করলো ফিফা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ৮ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণ দেখিয়ে পাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) কার্যক্রম স্থগিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। বুধবার ফিফা ব্যুরো অব কাউন্সিল পিএফএফ’র সদস্যপদ স্থগিতের ঘোষনা দেয়।

ফিফা দাবি করেছে, তৃতীয় পক্ষ যেভাবে জোর করে দায়িত্ব নিয়েছে তা আইনের মারাত্মক লঙ্ঘন আর এ কারণেই পাকিস্তানান ফুটবল ফেডারেশনের কার্যক্রম স্থগিত করা হলো।

এর আগে ২০১৭ সালে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ফিফায় পাকিস্তানের সদস্যপদ স্থগিত হয়েছিল।

২০১৮ সালে পিএফএফ পরিচালনার জন্য আশফাক হুসেনের নেতৃত্বে একদল ফুটবল কর্মকর্তাকে নির্বাচিত করে সুপ্রিম কোর্ট, কিন্তু তা ফিফার স্বীকৃতি পায়নি। সম্প্রতি তারা হারুন মালিকের নেতৃত্বাধীন ফিফা নরমালাইজেশন কমিটির কাছ থেকে ফেডারেশনটির নিয়ন্ত্রণ নেয়। এরপরই সদস্যপদ স্থগিতের ঘোষণা দিল ফিফা। এর আগে ফিফা এক চিঠির মাধ্যমে পিএফএফকে সতর্ক করলেও পরিস্থিতির মোটেই পরিবর্তন হয়নি। যে কারনে ফিফা ব্যুরো অব কাউন্সিল পিএফএফকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়।

এদিকে সরকারের হস্তক্ষেপের কারনে ফিফা আফ্রিকান দেশ চাদের ফুটবল এসোসিয়শনেরও কার্যক্রম স্থগিত করেছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি