ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কোয়ার্টারের বৃত্ত ভেঙে সেমিফাইনালে ম্যান সিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ১৫ এপ্রিল ২০২১

প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ চার নিশ্চিত করলো ম্যানচেস্টার সিটি। কোয়ার্টার ফাইনালের দুই লেগেই বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল ইংলিশ ক্লাবটি। গত তিন মৌসুম শেষ আট থেকেই বিদায় নিয়েছিল দলটি। ফাইনালে ওঠার দৌড়ে পিএসজির বিরুদ্ধে লড়াইয়ে নামবে ম্যান সিটি।

বুধবার (১৪ এপ্রিল) রাতে ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে জেতে ম্যান সিটি। প্রথম পর্বে ঘরের মাঠে একই ব্যবধানে জিতেছিল গার্দিওয়ালার দল। ফলে দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছল ইংলিশ ক্লাবটি। 

অ্যাওয়ে ম্যাচে গোলের সুবিধা থাকায় এদিন ঘরের মাঠে ১-০ গোলে জিতলেই শেষ চারের টিকিট হাতে পেত ডর্টমুন্ড। ম্যাচের শুরুতে জুড বেলিংহ্যামের গোলে এগিয়ে গিয়ে আশা জাগিয়েছিল জার্মান ক্লাবটি। কিন্তু শেষরক্ষা হয়নি। প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে গোল গোল করে ম্যানচেস্টার সিটিকে সমতায় ফেরান রিয়াদ মাহরেজ। সমতা টানার পর সফরকারীদের জয়সূচক গোলটি করেন ফোডেন।

সিটির সেমিফাইনালে ওঠার পিছনে বড় ভূমিকা ফিল ফোডেনের। দুই লেগেই ডর্টমুন্ডের জালে বল জড়ান তরুণ এই ইলিংশ ফরোয়ার্ড। ঘরের মাঠে প্রথম লেগেও তার গোলে জিতেছিল ম্যান সিটি। আর অ্যাওয়ে ম্যাচের শেষ মুহূর্তে তার গোলেই ম্যাচ জিতে নেয় গার্দিওয়ালার দল। 

ম্যাচের ১৫ মিনিটে ম্যাচের প্রথম আক্রমণে এগিয়ে যায় ডর্টমুন্ড। আর্লিং হলান্ডের পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরাল শটে সিটির গোলরক্ষক এদেরসনকে পরাস্ত করেন ইংলিশ এই মিডফিল্ডার। এই গোল প্রথমার্ধে শোধ দিতে পারেনি সিটি।

তবে বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৫তম মিনিটে সিটিকে সমতা ফেরান মাহরেজ। ডর্টমুন্ডের ডিফেন্ডার এমরে কানের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এই স্পট-কিক থেকে গোল করেন মাহরেজ। ১৪ ম্যাচ পর চ্যাম্পিয়ন্স লিগে গোলের দেখা পেলেন আলজেরিয়ার মিড-ফিল্ডার। 

৭৪তম মিনিটে অনেকটা দূর থেকে ডি ব্রুইনের নেওয়া শট ঠেকান গোলরক্ষক। কিন্তু পরের মিনিটে ফোডেনের গোলে শেষ হাসি হাসে ম্যান সিটি। ডি-বক্সের বাইরে থেকে নেয়া তার শট জালে জড়িয়ে যায়। শেষ পর্যন্ত এই গোল আর শোধ দিতে পারেনি ডর্টমুন্ড। 

ফলে সেমিতে ওঠার উল্লাসে মেতে ওঠে গার্দিওয়ালার দল শিষ্যরা। ফাইনালে ওঠার লড়াইয়ে পিএসজির বিপক্ষে খেলবে তারা।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি